কলকাতা, 20 ডিসেম্বর:চিকিৎসকদেরধর্না কর্মসূচিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার থেকে 26 ডিসেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে ধর্মতলায় ধর্না দিতে পারবেন চিকিৎসকরা। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ অনুমতি দেওয়া প্রসঙ্গে দ্বিচারিতা করছে রাজ্য় প্রশাসন। রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে অনুমতি দেওয়া হয়। আর চিকিৎসকরা অনুমতি চাইলে যানজটের কথা বলা হয় । আদালত মনে করছে এটা দ্বিচারিতা।
আরজি করের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে ধর্নায় বসতে চেয়ে আবেদন করেছিল চিকিৎসকদের জয়েন্ট প্ল্যাটফর্ম। এই অনুমতি পুলিশের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে শুক্রবার ফের সওয়াল করনে রাজ্যের আইনজীবী। আদালত তা খারিজ করে দেয় আদালত। আর এতেই ক্ষুব্ধ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, "লোক অনুমতি পায় না-বলেই কোর্টের কাছে আসে। এর আগে আপনারা দু'টি (রাজনৈতিক দলের) বড় বড় অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছেন। আমার কাছেই মামলা দু'টি এসেছিল। ডাক্তারদের বিক্ষোভের অনুমতি দিলে ট্রাফিক জ্যাম হবে? এটা দ্বিচারিতা।"
মেট্রো চ্যানেলে ট্রাফিক গার্ডের পাশে ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ বেঁধে ডাক্তাররা আগামী 26 ডিসেম্বর পর্যন্ত ধর্না অবস্থান করতে চান। কিন্তু পুলিশ কিছুতেই অনুমতি দেবে না-বলে ফের জানায় এদিন। রাজ্য পুলিশের বক্তব্য, ওয়াই চ্যানেলে হোক ডাক্তারদের সমাবেশ ৷ তাহলে কোনও ট্রাফিক জ্যাম হবে না। পাশাপাশি 200-250 জন লোক আসবে বললে ও হাজার হাজার লোক জমায়েত হতে থাকে। এটা রাজ্য পুলিশের পূর্ব অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন রাজ্যের আইনজীবী। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ডাক্তাররা ধর্না কর্মসূচি করতে পারবেন। আগামী 26 ডিসেম্বর পর্যন্ত দিনরাত অবস্থান করা যাবে। তবে কিছু শর্ত আরোপ করেছেন বিচারপতি ।
কোন কোন শর্ত মানতে হবে?
- ডোরিনা ক্রসিং থেকে 50 ফুট ছেড়ে মঞ্চ বাঁধা যাবে।
- 40 ফুটের বেশি মঞ্চ বাঁধা যাবে না।
- 200-250 জনের বেশি ডাক্তার বা সমর্থক যেন এক সময়ে জমায়েত না করেন ৷
- যাঁরা অবস্থানে থাকবেন, তাঁরা এমনকিছু করবেন না, যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
- পুলিশকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে নির্দেশ।
- মঞ্চ থেকে কোনওরকম উস্কানিমূলক মন্তব্য যেন না-করা হয়।
- ধর্না কর্মসূচি শেষে জায়গা খালি করে দিতে হবে ৷