পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিথ্যে মামলা দায়ের, 10 হাজার টাকা জরিমানা হাইকোর্টের - FAKE CASE OF POST POLL VIOLENCE

Punishment for Filing False Case of Post Poll Violence: প্রতিবেশির সঙ্গে গোলমালকে ভোট পরবর্তী হিংসা বলে দাবি করে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে ৷ সত্যিটা জানাজানি হতেই মামলাকারীর যে শাস্তি হল তা অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে থাকবে ৷

Calcutta High Court on Post Poll Violence
ভুয়ো মামলা করায় এক ব্যক্তিকে জরিমানা করলেন বিচারপতি অমৃতা সিনহা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 4:57 PM IST

কলকাতা, 28 জুন: ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘিরে মিথ্যা মামলা দায়ের করার জন্য এক ব্যক্তিকে 10 হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট । মামলাকারী মামলা তুলে নিতে চাইলেও শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, আগে 10 হাজার টাকা জরিমানা দিতে হবে ৷ তবেই মামলা প্রত্যাহার করতে পারবেন ওই ব্যক্তি ৷ মিথ্যা মামলা দায়ের করে কোর্টের সময় নষ্ট ও বিভ্রান্ত করার দায়ে এক ব্যক্তিকে এমনই শাস্তি দিল হাইকোর্ট ৷

জরিমানা হিসেবে পাওয়া ওই টাকা হাইকোর্টের পুরনো বিল্ডিংয়ে মহিলা শৌচালয় নির্মাণ ও সংস্কারের জন্য ব্যবহার করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি । তাঁর নির্দেশ, রেজিস্ট্রারের কাছে ওই টাকা জমা দিতে হবে । সেই টাকা মহিলা শৌচালয় নির্মাণ কাজে খরচ করে আদালতকে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে ।

ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ওই ব্যক্তি । তিনি দাবি করেন, বিরোধী দলের কর্মী হওয়ায় শাসক শিবিরের লোকজন তাঁদের পরিবারকে বাড়ি ছাড়া করেছে । এই নিয়ে বেশ কয়েকদিন শুনানি হয় । রাজ্যের আইনজীবী তথ্য প্রমাণ দিয়ে আদালতে দেখান, আভিযোগকারীরা সকলেই বাড়িতে রয়েছেন । আসলে দুই প্রতিবেশীর গোলমালকে মিথ্যা করে ভোটে হিংসার ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে । এরপরেই মামলাকারী মামলা তুলে নেওয়ার আবেদন করেন। কিন্তু আদালত প্রথমে আপত্তি করে । পরে 10 হাজার টাকা জরিমানার বিনিময়ে মামলা তোলার অনুমতি দেয় ।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে কিছুদিন আগে রাজ্য সরকার একটি রিপোর্ট জমা দিয়েছিল ৷ সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের ই-মেলে নির্বাচনী হিংসা সংক্রান্ত যে সমস্ত অভিযোগ এসেছে তার মধ্যে শতাধিকই ভুয়ো ৷ এবার কলকাতা হাইকোর্টেও ভুয়ো মামলা দায়ের ঘটনা প্রকাশ্যে এল ৷ আর তার জেরে জরিমানার সিদ্ধান্ত নিলেন বিচারপতি অমৃতা সিনহা ।

  • বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মামলা, হস্তক্ষেপে না ডিভিশন বেঞ্চের

ABOUT THE AUTHOR

...view details