পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেআইনি সম্প্রসারণেও ভাঙছে না ‘দাতব্য’ হাসপাতাল, নির্দেশ খারিজ করল হাইকোর্ট - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

Calcutta High Court Dismissed Demolition Order: বেআইনি নির্মাণ ৷ তাও ভাঙার নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷ ব্যতিক্রমী সিদ্ধান্তের কারণ জানেন ?

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 10:14 PM IST

কলকাতা, 1 অগস্ট: নিয়ম না-মেনে সম্প্রসারণ করা হয়েছে হাসপাতাল বিল্ডিং ৷ যদিও তা ভাঙার নির্দেশ খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ । জানা গিয়েছে, বিনামূল্যে চোখের চিকিৎসা করে ওই হাসপাতালটি ৷ সম্প্রতি তা 3 তলা থেকে নিয়ম না-মেনেই 5 তলা করা হয় ৷

বিচারপতি কৌশিক চন্দ বলেন, ‘‘যেহেতু এটা বিনামূল্যের চোখের চিকিৎসার হাসপাতাল, সেই কারণে জেলা পরিষদের উচিত এই হাসপাতালকে আইনের আওতায় আনা ৷’’ পাশাপাশি বিচারপতি জানিয়েছেন, ব্যতিক্রমী হিসেবে আদালত এই নির্দেশ দিলেও, সবক্ষেত্রে তা প্রযোজ্য হবে না ৷

কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের জামালপুরে লায়নস ক্লাবের আওতায় একটি চোখের হাসপাতাল চলে ৷ বহুদিন ধরেই ওই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা হয় ৷ সম্প্রতি হাসপাতালটি দু’তলা সম্প্রসারণ করে কর্তৃপক্ষ ৷ তিনতলা থেকে পাঁচতলা করা হয় হাসপাতালটি ৷

অভিযোগ, নিয়ম না-মেনেই হাসপাতালের সম্প্রসারণ করা হয়েছে ৷ হাসপাতাল পাঁচতলা করার জন্য পঞ্চায়েতে আবেদনপত্র জমা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । নিয়ম অনুযায়ী, সেই আবেদন জেলা পরিষদে পাঠানোর কথা থাকলেও তা পাঠায়নি পঞ্চায়েত । পরবর্তীকালে, হাসপাতাল ভাঙার নোটিশ পাঠানো হয় এসডিও’র তরফ থেকে ।

সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ । বিচারপতি কৌশিক চন্দর এজলাসে বৃহস্পতিবার ওই মামলার শুনানি ছিল । সেখানেই এই নির্দেশ দেয় আদালত । বিচারপতির পর্যবেক্ষণ, মানুষের স্বার্থে এই হাসপাতাল চলা উচিত বলে মনে করে আদালত । সেকারণেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত আদালতের ৷

ABOUT THE AUTHOR

...view details