কলকাতা, 26 জুলাই: হাইকোর্টে স্বস্তি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর ৷ সোনামুখী থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে ৷ গতমাসে বিধাননগর এমপি এমএলএ কোর্ট বিষ্ণপুরের সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ৷ সেই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন সাংসদ ৷
জানা গিয়েছে, 2023 সালে মার্চ মাসে, সোনামুখী থানার সামনে একটি বিক্ষোভের পরে, এফআইআর দায়ের হয় সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে ৷ পুলিশকে উদ্দেশ্য করে অশালীন ভাষা প্রয়োগের অভিযোগে বাঁকুড়ার সোনামুখি থানায় দায়ের হয় এফআইআর ৷ তাঁর বিরুদ্ধে অশান্তি, মারধর, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলাও রয়েছে ৷ সব মিলিয়ে এমপি এমএলএ আদালত চারবার বিষ্ণপুরের সাংসদকে হাজিরার নির্দেশ দেয় ৷ কিন্তু, প্রতিবারই তিনি হাজিরা এড়িয়ে যান ৷