পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুলের ভুলে মেলেনি মাধ্যমিকের অ্যাডমিট, কী নির্দেশ হাইকোর্টের ? - MADHYAMIK EXAM 2025

বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা থেকে শুক্রবার বেলা 2টো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ তাদের পোর্টাল খুলে দেবে । সেখানে আবেদন জানাতে পারবে স্কুল । নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷

Calcutta High Court
বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2025, 4:18 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: এখনও পর্যন্ত যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি তাদের অবিলম্বে অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে ৷ এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের । বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা থেকে আগামিকাল বেলা 2টো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ তাদের পোর্টাল খুলে দেবে । সেখানে আবেদন জানাতে পারবে স্কুল । যারা অ্যাডমিট পায়নি, তাদের জন্য আবেদন করবে স্কুল । এরপর রবিরারের মধ্যে কার্ড বাড়িতে পৌঁছে দিতে হবে।

আবেদনের ভিত্তিতে এনরোলমেন্ট হলে রবিবার পর্যন্ত বোর্ডের অফিসে যেতে পারবেন স্কুলের প্রধান শিক্ষকরা ৷ সেখান থেকে মিলবে অ্যাডমিট কার্ড ।এদিনই বোর্ড এই সংক্রান্ত পাবলিক নোটিশ দেবে তাদের ওয়েবসাইটে । বোর্ডের আইনজীবী জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ আপলোড হওয়ার পর তারা বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানাবেন ৷ যাদের অ্যাডমিট কার্ডে ভুল আছে সেগুলির সংশোধন হবে। তারপর সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বোর্ডের অফিসে গিয়ে আগামিকাল ও পরশু অ্য়াডমিট কার্ড নিতে পারবেন ।

হুগলির বেলমুড়ি স্কুলের এক মামলাকারীর অভিযোগ, তাঁর মেয়ের নামে অ্যাডমিট কার্ড ইস্যু না-করে বোর্ড একই নামের অন্য এক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড দিয়েছে ৷ ওই শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় পাশও করতে পারেনি । একই অভিযোগ উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলেরও । হাইকোর্টের নির্দেশে তারাও মধ্যশিক্ষা পর্ষদের উত্তরবঙ্গের অফিস থেকে অ্যাডমিট কার্ড নিতে পারবেন।

একাধিক স্কুলের তরফে জানানো হয়, তাদের স্কুলে 200-250 জন শিক্ষার্থী । সবার নাম নথিভুক্ত করার জন্য একজন মাত্র কর্মচারী রয়েছেন । সেই কারণে ভুল হয়ে থাকতে পারে। যদিও বোর্ডের বক্তব্য, তিনবার করে সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছিল। তারপরও কেন সংশোধন করা হয়নি। এই পর্যন্ত শুনে বিচারপতি জানান, মামলাকারীরা স্কুলের ভুলে অ্যাডমিট পায়নি ৷ শাস্তিস্বরূপ স্কুলগুলিকে দশ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।

বিচারপতির নির্দেশ, এদিন সন্ধ্যা 6টা থেকে আগামিকাল বেলা 2টো পর্যন্ত নাম নথিভুক্ত করতে হবে । শনিবার ও রবিবারও স্কুলের প্রধান শিক্ষকরা বোর্ডের মুখ্য কার্যালয়ে হাজির হয়ে অ্যাডমিট নিতে পারবে । তা 9 ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার্থীর বাড়িতে পৌঁছে দিতে হবে । একইসঙ্গে সমস্ত খরচ বহন করবে স্কুল ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details