পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কল্যাণীতে এইমস তৈরি করে লাভ কী হল ! পরিকাঠামোগত ত্রুটি নিয়ে ভর্ৎসনা বিচারপতির - JAYNAGAR MINOR RAPE AND MURDER

আগামী বছর ডিসেম্বরের মধ্যে দিল্লির মতো কল্যাণী এইএমসের পরিকাঠামো তৈরি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ জয়নগর-কাণ্ডে ময়নাতদন্তে প্রসঙ্গে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে এইমস ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 1:58 PM IST

কলকাতা, 8 অক্টোবর:কল্যাণী এইমসের পরিকাঠামোগত ত্রুটির কথা শুনে বিরক্তি প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি । 2025 সালের 22 ডিসেম্বরের মধ্যে কল্যাণী এইমসের পরিকাঠামো দিল্লি এইমসের সমতুল্য করার নির্দেশ দিল আদালত । মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷

জয়নগরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এ দিন আদালতে রিপোর্ট জমা দেয় কল্যাণী এইমস এবং রাজ্য । এইমস জানায়, তাদের হাসপাতালে পরিকাঠামোগত সমস্যা থাকায় জেএনএম হাসাপাতালে সম্পন্ন হয়েছে নির্যাতিতার দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া । তারপরই এইমসের পরিকাঠামোগত ত্রুটির কথা শুনে বিরক্ত হন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।

তাঁর বক্তব্য, "যদি জেএনএমের মতো রাজ্যের একটি প্রান্তিক হাসপাতালের পরিকাঠামোর সাহায্য নিতেই হয়, তাহলে আর এইমস তৈরি করে লাভ কী ! ভাবতেও অবাক লাগছে, এতোগুলো বছর ধরে ওখানে যারা ডাক্তারি পড়েছেন, তারা ময়নাতদন্তের প্র‍্যাক্টিক্যাল না করেই পড়াশোনা শেষ করেছেন?" । এই প্রশ্ন করার পরই বিচারপতি কল্যাণী এইমসের পরিকাঠামো দিল্লি এইমসের মতো করে তোলার নির্দেশ দেন ৷ কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এবং রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের সচিবকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।

উল্লেখ্য, গত রবিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জয়নগরের ঘটনায় কল্যাণী এইমসের বিশেষজ্ঞ ডাক্তারদেরকে নাবালিকার দেহের ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছিলেন । কিন্তু শুনানিতেই কল্যাণী এইমসের সুপারিন্টেন্ডেন্ট সেখানে পরিকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করেন ৷ এরপরেই বিচারপতি নির্দেশে জানিয়েছিলেন, প্রয়োজনে কল্যাণী জেএনএম হাসপাতালে নাবালিকার দেহের ময়নাতদন্ত করা যাবে । তবে এইমসের ডাক্তাররাই ওই ময়নাতদন্ত করবেন বলে তিনি নির্দেশ দেন ।

সেই মতোই সোমবার সকালে জয়নগরের চতুর্থ শ্রেণির পড়ুয়ার দেহের ময়নাতদন্ত হয় জেএনএম হাসপাতালে । তারপর এ দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটির শুনানি ছিল । সেখানেই কল্যাণী এইমসের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি ঘোষ ।

ABOUT THE AUTHOR

...view details