পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শর্ত বেঁধে দিয়ে উলুবেড়িয়ায় শুভেন্দুর সভার অনুমতি হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ক শুক্রবার শুভেন্দুকে রাজনৈতিক সভা করার অনুমতি দেন ৷ আগামী সোমবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত করা যাবে কর্মসূচি ৷

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

SUVENDU ADHIKARI
শুভেন্দুর সভার অনুমতি দিল হাইকোর্ট (ইটিভি ভারত)

কলকাতা, 18 অক্টোবর:উলুবেড়িয়ায় শর্তসাপেক্ষে রাজনৈতিক জমায়েত করার অনুমতি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সর্বোচ্চ 2 হাজার লোকের জমায়েত করা যাবে। জাতীয় সড়কে কোনওরকম যানজট করা যাবে না। রাস্তা খোলা রাখতে হবে। পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবে। বিরোধী দলনেতাকে তাদের পাঁচজন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর আগে থেকে পুলিশকে জানাতে হবে। 21 অক্টোবর দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত করা যাবে কর্মসূচি। এমনই নির্দেশ বিচারপতি বিভাস পট্টনায়কের।

বিরোধী দলনেতা হাওড়া উলুবেড়িয়ার রাজাপুরে একটি রাজনৈতিক কর্মসূচি করতে চান। তার জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলেন স্থানীয় বিজেপি নেতা উদয় অরুণ পাল চৌধুরী। পুলিশের অনুমতি না-মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি ।

শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য (ইটিভি ভারত)

দুই আইনজীবী কী বলেন?

  • এদিন শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "স্থানীয় ক্লাব 15 অক্টোবর অনুমতি দিয়েও, 16 অক্টোবর প্রশাসনের চাপে অনুমতি বাতিল করে। নেতাজী স্পোর্টিং ক্লাব আগে অনুমতি দিলেও পরে তা বাতিল করেছে।"
  • তিনি আরও বলেন, "তার জন্য এখন তরুণ সংঘ ক্লাবের মাঠে কর্মসূচি করার জন্য তাদের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু পুলিশের তরফে জানানো হয়েছে ওই জায়গা ক্লাবের নিজস্ব নয়। পিডব্লিউডি'র জমি। জায়গাটা একটা নয়ানজুলি। 16 নম্বর জাতীয় সড়কের পাশে ছোট জায়গা, ফলে বিরোধী দলনেতার নিরাপত্তার সমস্যা হতে পারে। কিন্তু প্রায় 2 বিঘা জমির উপর এই ক্লাব। ফলে সেখানে অন্তত 2 হাজার লোকের জমায়েত হলে কোনও সমস্যা হবে না।"
  • উল্টোদিকে রাজ্যের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, "যে জমিতে জমায়েত করার আর্জি জানানো হয়েছে সেটা পিডব্লিউডি'র জায়গা। পুলিশের কাছে যে রেকর্ড রয়েছে সেটাই বলা হয়েছে। এটা একটা নয়ানজুলি। ক্লাব অনুমতি দেওয়ার কে?
  • বিরোধী দলনেতার আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আরও বলেন, "জায়গা ওই ক্লাবের। সেখানে ক্লাবের লোকজন ফুটবল ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য খেলাধুলো করে। এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দলনেতার নিরাপত্তার ইস্যু। কিন্তু ইয়োলো বুক অনুযায়ী বিরোধী দলনেতার নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশেরও।
  • রাজ্যের আইনজীবী বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে বলেন , "বিরোধী দলনেতার নিরাপত্তার দায়িত্ব শেষ পর্যন্ত পুলিশের উপরই বর্তায়। আর 16 নম্বর জাতীয় সড়কের দায়িত্ব রাজ্যের নয়।"
  • বিল্বদল ভট্টাচার্য জানান, জাতীয় সড়কে তাদের পার্কিং বা অন্য কিছু করতে হবে না। আর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করার জন্য পাঁচজন স্বেচ্ছাসেবকের নাম তারা জানিয়ে দিচ্ছেন।
  • মামলার শেষে বিরোধী দলনেতার আইনজীবী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "অতীতে বার বার বিরোধী দলনেতাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে। হাওড়ার ওই এলাকায় গত বছরও রাজনৈতিক সভা করার জন্য বিরোধী দলনেতাকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। হাইকোর্ট অনুমতি দিয়েছে। এবারও অনুমতি দিল ।"

ABOUT THE AUTHOR

...view details