কলকাতা, 28 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । গতকাল তিনি মামলা করেছিলেন । এদিন সেই মামলার শুনানিতে মিছিলের বিষয়ে রাজ্য সরকারের তরফে কোনও আপত্তি জানানো হয়নি ৷ এর পরেই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ অধীর চৌধুরীকে মিছিলের অনুমতি দিয়েছেন ।
আরজি কর-কাণ্ডে কংগ্রেসকে মিছিল ও বিজেপিকে ধরনায় অনুমতি হাইকোর্টের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
Calcutta High Court: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসকে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ পাশাপাশি বিজেপি 29 অগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত ওয়াই চ্যানেলে যে অবস্থান বিক্ষোভ করার অনুমতি চেয়েছিল, তাতেও সম্মতি দিয়েছে হাইকোর্ট ৷
Published : Aug 28, 2024, 3:53 PM IST
আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিলের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অধীররঞ্জন চৌধুরী । আইনজীবী প্রতীপ চট্টোপাধ্যায় গতকাল এ বিষয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান, 29 অগস্ট কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করতে চায় কংগ্রেস । পুলিশের কাছে অনুমতি চাইলেও এই মিছিলের জন্য অনুমতি দেয়নি পুলিশ । সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অধীররঞ্জন চৌধুরী এবং আশুতোষ চট্টোপাধ্যায় ।
অন্যদিকে, 29 অগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করার জন্য বিজেপি যে অনুমতি চেয়েছিল, তাতেও সম্মতি দিয়েছে কলকাতা হাইকোর্ট । এই ধরনার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন বিজেপির তপশিলি মোর্চার সভাপতি । এই মামলার শুনানিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানান, বিজেপি 29 অগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করতে পারবে । ধরনায় উপস্থিত থাকতে পারবেন এক হাজার জন । 20 ফুট x30 ফুটের মঞ্চ তৈরি করতে পারবেন আয়োজকরা । শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের জন্য অনুমতি দিয়েছে আদালত ৷ কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন ধরনা করতে পারবে বিজেপি ।