কলকাতা, 12 ফেব্রুয়ারি:আবারও পুলিশি তদন্তে গাফিলতিতে বিরক্ত কলকাতা হাইকোর্ট । কলকাতা পুলিশের গল্ফগ্রিন থানার একটি মামলায় তদন্তে বড়সড় ফাঁক দেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিরক্ত হয়ে বললেন, "এইসব অফিসারদের কলকাতা পুলিশে থাকার কোনও যোগ্যতা নেই । এদের জেলায় পাঠিয়ে দেওয়া উচিত ।"
আদালতের নির্দেশ, শুক্রবার কেস ডায়েরি-সহ আইও (ইনভেস্টিগেশন অফিসার)কে আদালতে হাজির হতে হবে । তাঁকে এসে জানাতে হবে, কোনও সাক্ষী নিম্ন আদালতে চিকিৎসা সংক্রান্ত নথি জমা করেছেন কিনা । না-হলে ওই আইও-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার (ডিপার্টমেন্টাল প্রসিডিংস) নির্দেশ দেবে আদালত ।
বাড়ির সামনে পোষ্য কুকুরকে নিয়ে ঘোরার সময় অভিনব সাহা নামে এক ব্যক্তির সঙ্গে স্থানীয় কিছু যুবকের কথা কাটাকাটি থেকে তা গড়ায় মারামারিতে ৷ তাঁর মা ঝামেলা ঠেকাতে গেলে তিনিও শারীরিক নিগ্রহের শিকার হন বল অভিযোগ । গুরুতর জখম হন অভিনব । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ।
প্রথমে আহত ওই যুবককে পরিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে । পরে অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ওই হাসপাতাল তাঁর প্যারালাইজড হওয়ার কথা জানায় । পুলিশ প্রথম হাসপাতাল থেকে চিকিৎসার নথি সংগ্রহ করলেও দ্বিতীয় হাসপাতালের কোনও নথি সংগ্রহ করেনি । ফলে অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করলেও নিম্ন আদালত তাঁদের জামিন দিয়ে দেয় । পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পরিবার এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ।
প্রয়োজনীয় নথি মামলায় যুক্ত না-করায় অভিযুক্তদের সুবিধে পাইয়ে দেওয়ার সুযোগ রয়েছে বলে অভিযোগ আইনজীবীদের । এতেই বেজায় ক্ষুব্ধ বিচারপতি ঘোষ ৷ তিনি কেস ডায়েরি-সহ তদন্তকারী অফিসারকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন ।
এর আগে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিউটাউন থানার এক আইসি-র বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন এবং রাজারহাটের মতো আইটি হাবে ওই পুলিশ অফিসারের যে ভূমিকা, তাতে রাজ্যের 'ফেস লস' হচ্ছে বলে মন্তব্য করেছিলেন বিচারপতি ।