পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি কর্মী খুনের মামলায় চার্জশিটে নেই শাহজাহানের নাম ? সিআইডি'কে ভর্ৎসনা হাইকোর্টের - Calcutta HC on Sheikh Shahjahan - CALCUTTA HC ON SHEIKH SHAHJAHAN

Calcutta HC on Sheikh Shahjahan: 2019 সালে সন্দেশখালিতে 3 বিজেপি কর্মী খুনের মামলায় চার্জশিট থেকে শেখ শাহজাহানে নাম বাদ দেওয়া হয় ৷ যা নিয়ে আজ সিআইডি-কে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট ৷ 1 এপ্রিলের মধ্য কেস ডায়রি আদালতে জমা দিতে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 2:59 PM IST

Updated : Mar 22, 2024, 3:07 PM IST

কলকাতা, 22 মার্চ: ফের আদালতে মুখ পুড়ল রাজ্য পুলিশ প্রশাসনের ৷ 2019 সালে তিন বিজেপি কর্মীকে খুনের মামলার চার্জশিটে শেখ শাহজাহানের নাম বাদ দেওয়ায়, সিআইডি-কে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ ৷ সাক্ষীদের গোপন জবানবন্দিতে 1 নম্বরে নাম থাকা সত্ত্বেও, কেন শেখ শাহজাহানের নাম বাদ ? এই প্রশ্ন তুলেছেন বিচারপতি ৷ 1 এপ্রিল মামলার পরবর্তী শুনানিতে কেস ডায়রি জমা দিতে বলা হয়েছে ৷

2019 সালে সন্দেশখালিতে খুন হন তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল ৷ যে ঘটনায় শেখ শাহজাহান এবং তাঁর বাহিনীর বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের হয় ৷ হাইকোর্টের নির্দেশেই সেই মামলার তদন্তভার যায় সিআইডি-র হাতে ৷ তদন্তে নেমে সাক্ষীদের গোপন জবানবন্দি নেন তদন্তকারী আধিকারিকরা ৷ কিন্তু, সিআইডি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার পর দেখা যায়, সেখানে প্রধান অভিযুক্ত ও সাক্ষীদের বয়ানে সবার উপরে থাকা শেখ শাহজাহানের নাম বাদ গিয়েছে ৷ তারপরেই সিবিআই তদন্তের দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত 8 জানুয়ারি একটি মামলা করেছিলেন হাইকোর্টে ৷

সেই নিয়ে এদিন আদালতে তলব করা হয়েছিল সিআইডি-র তদন্তকারী আধিকারিককে ৷ তাঁকে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, "সাক্ষীর গোপন জবানবন্দিতে 1 নম্বর অভিযুক্তের তালিকায় শেখ শাহজাহানের নাম ছিল ৷ তা সত্ত্বেও শেখ শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দিলেন কী করে ?" জবাবে সিআইডি-র আইও বলেন, "সাক্ষীর জবানবন্দি বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি ৷" রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের ওই আধিকারিকের বক্তব্য শুনে ক্ষুব্ধ বিচারপতি বলেন, "আপনি ঠিক করবেন কে বিশ্বাস যোগ্য, আর কে বিশ্বাস যোগ্য নয় ? আপনার কোনও সিনিয়রকে ডাকতে হবে দেখছি ৷"

উল্লেখ্য, এদিন রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় শুনানিতে হাজির ছিলেন না ৷ তাই অন্য এক আইনজীবী জানান, "চার্জশিট জমা পড়েছে ৷ তবে, চার্জ ফ্রেম হয়নি এখনও ৷ রাজ্যকে আরও কয়েকদিন সময় দেওয়া হোক কেস ডাইরি হাজির করতে ৷" 1 এপ্রিল পরবর্তী শুনানি হবে ৷ আগের নির্দেশ অনুযায়ী, নিম্ন আদালতে এই মামলার সমস্ত বিচার আপাতত স্থগিত থাকবে ৷ পরের শুনানির দিন ফের কেস ডায়েরি আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷

আরও পড়ুন:

  1. সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় এনওসি'তে কেন দেরি ? মুখ্যসচিবকে নোটিশ হাইকোর্ট
  2. ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ডের ফোনে নাজেহাল বিচারপতি রাজাশেখর মান্থা
  3. এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ, পরে রায়দান; জানাল ডিভিশন বেঞ্চ
Last Updated : Mar 22, 2024, 3:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details