কলকাতা, 25 এপ্রিল: 2022 সালের প্রাথমিকের টেট পরীক্ষার প্রশ্নপত্রের ভুল যাচাই করবে বিশেষজ্ঞ কমিটি ৷ এর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতা চাইল কলকাতা হাইকোর্ট ৷ প্রাথমিকের টেটের যে 24টি প্রশ্ন ভুল বলে অভিযোগ, তা যাচাই করতে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷
এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের যাবতীয় নথি উপাচার্যকে দিতে নির্দেশ দিয়েছে আদালত ৷ ওই কমিটিকে দিয়ে যে 24টি প্রশ্ন ভুল বলে অভিযোগ উঠেছে, তা যাচাই করবে ৷ সঙ্গে সঠিক প্রশ্ন কী হবে, তাও জানাবে কমিটি ৷ সেই সব বিস্তারিত রিপোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একমাসের মধ্যে আদালতে জমা দেবেন ৷ বিচারপতি রাজাশেখর মান্থা এই মামলার পরবর্তী শুনানি 19 জুন ধার্য করেছেন ৷
উল্লেখ্য, বুধবার 2017 সালের প্রাথমিকের টেট পরীক্ষার 21টি প্রশ্ন ভুলের বিষয়টি যাচাইয়ের দায়িত্ব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেখানেই প্রশ্নপত্রের ভুল যাচাই করতে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছিল আদালত ৷ 2017 সালের টেট পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান-সহ বিভিন্ন বিষয়ে 21টি ভুল প্রশ্ন রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তৈরি করা কমিটি সেই প্রশ্নগুলি সঠিক না ভুল, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ ওই মামলায় আগামী 11 জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷
এর আগে 2014 সালের প্রাথমিকের টেটের 6টি প্রশ্নের উত্তর যাচাই করতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের বেঞ্চ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়েছিলেন ৷ সেই মামলায় শেষ পর্যন্ত কমিটি 6টি প্রশ্ন অ্যাটেন্ড করেছেন এমন পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার নির্দেশ দেয় ৷ যদিও, পরবর্তীতে নিজেদের পছন্দ মতো প্রার্থীদের নম্বর দেওয়া হয়েছিল বলে হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ সেই অভিযোগের ক্ষেত্রেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই তদন্ত এখনও চলছে ৷
আরও পড়ুন:
- টেট পরীক্ষায় ভুল প্রশ্ন! বিশ্বভারতীকে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
- বেয়াইনি নির্মাণ বন্ধ করতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন, বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি
- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে উদ্বিগ্ন রাজ্যপাল