পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2022 টেট পরীক্ষার ভুল প্রশ্ন যাচাইয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের - TET Exam 2022

HC on 2022 TET Exam: 2022 সালের টেট পরীক্ষার 24টি প্রশ্নের ভুল যাচাই করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৈরি করা বিশেষজ্ঞ কমিটি ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেই কমিটি তৈরি করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 3:09 PM IST

কলকাতা, 25 এপ্রিল: 2022 সালের প্রাথমিকের টেট পরীক্ষার প্রশ্নপত্রের ভুল যাচাই করবে বিশেষজ্ঞ কমিটি ৷ এর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতা চাইল কলকাতা হাইকোর্ট ৷ প্রাথমিকের টেটের যে 24টি প্রশ্ন ভুল বলে অভিযোগ, তা যাচাই করতে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷

এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের যাবতীয় নথি উপাচার্যকে দিতে নির্দেশ দিয়েছে আদালত ৷ ওই কমিটিকে দিয়ে যে 24টি প্রশ্ন ভুল বলে অভিযোগ উঠেছে, তা যাচাই করবে ৷ সঙ্গে সঠিক প্রশ্ন কী হবে, তাও জানাবে কমিটি ৷ সেই সব বিস্তারিত রিপোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একমাসের মধ্যে আদালতে জমা দেবেন ৷ বিচারপতি রাজাশেখর মান্থা এই মামলার পরবর্তী শুনানি 19 জুন ধার্য করেছেন ৷

উল্লেখ্য, বুধবার 2017 সালের প্রাথমিকের টেট পরীক্ষার 21টি প্রশ্ন ভুলের বিষয়টি যাচাইয়ের দায়িত্ব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেখানেই প্রশ্নপত্রের ভুল যাচাই করতে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছিল আদালত ৷ 2017 সালের টেট পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান-সহ বিভিন্ন বিষয়ে 21টি ভুল প্রশ্ন রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তৈরি করা কমিটি সেই প্রশ্নগুলি সঠিক না ভুল, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ ওই মামলায় আগামী 11 জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷

এর আগে 2014 সালের প্রাথমিকের টেটের 6টি প্রশ্নের উত্তর যাচাই করতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের বেঞ্চ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়েছিলেন ৷ সেই মামলায় শেষ পর্যন্ত কমিটি 6টি প্রশ্ন অ্যাটেন্ড করেছেন এমন পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার নির্দেশ দেয় ৷ যদিও, পরবর্তীতে নিজেদের পছন্দ মতো প্রার্থীদের নম্বর দেওয়া হয়েছিল বলে হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ সেই অভিযোগের ক্ষেত্রেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই তদন্ত এখনও চলছে ৷

আরও পড়ুন:

  1. টেট পরীক্ষায় ভুল প্রশ্ন! বিশ্বভারতীকে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
  2. বেয়াইনি নির্মাণ বন্ধ করতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন, বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি
  3. শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে উদ্বিগ্ন রাজ্যপাল

ABOUT THE AUTHOR

...view details