পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়োগ দুর্নীতি মামলায় এবার ব্যক্তিগত বন্ডে জামিন শান্তনুর, আরোপ শর্ত - RECRUITMENT SCAM CASE

10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে হুগলির তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ৷ পাসপোর্ট জমা রাখা-সহ একাধিক শর্তে জামিন পেয়েছেন তিনি ৷

RECRUITMENT SCAM CASE
নিয়োগ দুর্নীতি মামলায় ব্যক্তিগত বন্ডে জামিন শান্তনু বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2024, 1:05 PM IST

Updated : Nov 26, 2024, 1:40 PM IST

কলকাতা, 26 নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ হুগলির তৃণমূলের এই বহিষ্কৃত যুবনেতার 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ ৷ সেই সঙ্গে বেশকিছু শর্তও আরোপ করা হয়েছে তাঁর উপর ৷ যার মধ্যে অন্যতম, তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে ৷ পাশাপাশি, মোবাইল ফোনের নম্বর বদল করতে পারবেন না শান্তনু ৷

উল্লেখ্য, 2014-র প্রাথমিকের টেট-এর ওএমআর শিট জালিয়াতি, মোটা টাকার বদলে চাকরি বিক্রির অভিযোগে 2023 সালের 11 মার্চ তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ উল্লেখ্য, কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু ঘনিষ্ঠ কুন্তল ঘোষকেও জামিন দিয়েছে আদালত ৷ কুন্তল ঘোষকে জেরা করেই ইডি-র তদন্তকারী আধিকারিকরা শান্তনুর খোঁজ পেয়েছিলেন ৷

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ও বেশ কয়েকজন মিডলম্যান আগেই জামিন পেয়েছেন ৷ এবার সেই মামলায় জামিন মঞ্জুর হল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ৷ তবে, ইডির মামলায় জামিন পেলেও তাঁর জেলমুক্তি হচ্ছে না এখনই ৷ আজ কলকাতার সিবিআইয়ের বিশেষ আদালতে শান্তনুকে পেশ করা হবে ৷

সোমবারই শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করতে চেয়ে আবেদন জানিয়েছিল সিবিআই ৷ সেই আবেদন মঞ্জুর করেছে আদালত ৷ সূত্রের খবর, এই দু’জনকে আবারও নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

উল্লেখ্য, শান্তনুর বিরুদ্ধে প্রাথমিকের টেট দুর্নীতিতে টাকা তোলা ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে ৷ যার শুরুটা হয়েছিল প্রায় 16 বছর আগে ৷ আরামবাগের সামান্য মোবাইল ফোন সারানোর দোকান থেকে খানাকুলের রাজহাটিতে বিদ্যুৎ দফতরের হিসেবরক্ষকের কাজ করা ৷ সেখান থেকে প্রথমে তৃণমূলে যোগদান ৷ এরপর তৃণমূলের শীর্ষ এক নেতাকে ধরে হুগলি জেলা তৃণমূল যুবর সভাপতি হওয়া ৷ সেই সূত্রে আরামবাগ মহকুমায় অবস্থিত বালি খাদানগুলির নিয়ন্ত্রণ নেওয়া ৷ আর অবৈধ বালি খাদান থেকে কোটি-কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷

Last Updated : Nov 26, 2024, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details