কলকাতা, 27 সেপ্টম্বর: কলকাতার একাংশে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা লাগু সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করা যাবে কি ? শুক্রবার রাজ্য সরকারকে এ নিয়ে বিবেচনা করতে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷ তা না হলে, ওই এলাকায় হওয়া ছোট-বড় সব দুর্গা পুজো বন্ধ করতে হবে ৷ রাজ্যকে এমনই হুঁশিয়ারি দিলেন বিচারপতি ৷
কয়েকদিন আগে দু’মাসের জন্য কলকাতা পুলিশের তরফে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 163 ধারা লাগু করার কথা জারি করা হয়েছে ৷ যা নিয়ে বাম সংগঠন এবং চিকিৎসকদের ফ্রন্টের তরফে জোড়া মামলা দায়ের হয় ৷
চিকিৎসক তমোনাশ চৌধুরীর বক্তব্য (ইটিভি ভারত) শুক্রবার শুনানিতে রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বলেন, "কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস শুধুমাত্র 60 মিটার এই এলাকায় 144 ধারা (ভারতীয় ন্যায় সংহিতার ধারা 163) বলবৎ থাকে ৷ প্রতি 6 মাস অন্তর এই বিজ্ঞপ্তি জারি হয় ৷ যেহেতু, এই 60 মিটার এলাকাটি বউবাজার, হেয়ার স্ট্রিট ও ট্রাফিক গার্ড হেডকোয়ার্টারের অধীনে, তাই ওই তিনটি থানার নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ৷ তাই বিজ্ঞপ্তির অর্থ এই নয় যে, ওই অঞ্চলের বাইরে অন্য কোথাও 144 ধারা জারি থাকবে ৷ এবার তার সঙ্গে বেন্টিঙ্ক স্ট্রিট যুক্ত করা হয়েছে ৷"
সরকারি আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে বামেদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন, "রাজ্য সরকারের আইনজীবীর এই মন্তব্য রেকর্ড করা হোক ৷" পাশাপাশি, ওই এলাকায় সিপিআইএমের মিছিলের প্রসঙ্গে তিনি বলেন, "সিপিআইএম কলেজ স্কোয়ার, বউবাজার হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করতে চায় ৷" যার প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করেন, "মিছিলে কত লোক হবে ?" তবে, মিছিলে জমায়েতের নির্দিষ্ট সংখ্যা বলতে পারেননি বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷
বামেদের মিছিল করা নিয়ে বিচারপতি ভরদ্বাজের মন্তব্য ছিল, "আগামী সোমবার এই মামলার আবার শুনানি হবে ৷ তার আগে পুলিশ মিছিলের অনুমতি দিলে, মিটে গেল ৷ না-হলে আদালত নির্দেশ দেবে ৷" তবে, ওই তিন থানা এলাকায় অনেক ছোট-বড় দুর্গাপুজো হয় ৷ সেক্ষেত্রে পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পুজোও করা যাবে না ৷ কারণ, পুজো করা মানেই একসঙ্গে প্রচুর মানুষের জমায়েত ৷ তাই বিচারপতি প্রশ্ন করেন, "ওই এলাকায় অনেকগুলি পুজো হয় ৷ সেগুলির কী হবে ?"
তিনি রাজ্যের আইনজীবীকে নির্দেশ দেন, "এই বিজ্ঞপ্তি (বিএনএস 163) প্রত্যাহার করার সুযোগ আছে কি না, সেটা আগামী দিনে জেনে আসুন ৷ না-হলে ওই এলাকায় সব পুজো বন্ধ করতে হবে কিন্তু আপনাদের ৷" উল্লেখ্য, গত বুধবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মার সই করা এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ সেই নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ তারই প্রেক্ষিতে এই জোড়া মামলা হয়েছিল ৷
এ নিয়ে চিকিৎসকদের জয়েন্ট ফোরামের তরফে অভিযোগ করা হয়েছে, 1 অক্টোবর তাঁদের মহামিছিল রয়েছে ৷ সেখানে আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের সুবিচারের দাবিতে অসংখ্য মানুষ হাঁটবে ৷ সেই মিছিলকে আটকাতেই কলকাতা পুলিশ ওই বিজ্ঞপ্তি জারি করেছেন বলে অভিযোগ করলেন চিকিৎসক তমোনাশ চৌধুরী ৷