পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'তদন্তে স্থগিতাদেশ, শাহজাহানকে গ্রেফতারিতে নয়', স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের

Cal HC on Shahjahan: রাজ্য পুলিশ, সিবিআই, ইডি- যে কেউ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে, নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 1:16 PM IST

Updated : Feb 28, 2024, 2:26 PM IST

কলকাতা 28 ফেব্রুয়ারি:ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করা নিয়ে আরও স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সাফ জানায়, ইডির উপর হামলার ঘটনায় সিবিআই ও পুলিশের যৌথ সিট গঠনে স্থগিতাদেশ দিয়েছিল আদালত ৷ তবে শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি ৷ এর আগে 26 ফেব্রুয়ারিও এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়েছিলেন, শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই ৷

এরপর 28 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি আরও পরিষ্কার করে নির্দেশ দিলেন, সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতাকে রাজ্য পুলিশ তো বটেই, এমনকী ইডি বা সিবিআই- যে কেউ গ্রেফতার করতে পারে ৷ গত 5 জানুয়ারি থেকে পলাতক শেখ শাহজাহান ৷ এদিন ইডির একটি দল তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গেলে আধিকারিকদের উপর চড়াও হয় স্থানীয়রা ৷

এদিনের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত বলেন, "গ্রেফতার তদন্তের একটা অংশ ৷ ফলে তদন্তে স্থগিতাদেশ মানেই তো কাউকে গ্রেফতার করা যায় না ?" এর উত্তরে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, "আমরা পরিষ্কার জানিয়েছি, শাহজাহানের গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই ৷ কোনও একজন জনপ্রতিনিধি বলেছেন আদালত গ্রেফতারে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ৷ আদালত এখানেই পরিষ্কার আগেই জানিয়েছে, তদন্তে স্থগিতাদেশ থাকতে পারে ৷ কিন্তু গ্রেফতারে নিষেধাজ্ঞা নেই ৷ গত 7 ফেব্রুয়ারি তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু তাঁকে গ্রেফতারে পুলিশের কোনও বাধা নেই ৷" বুধবার ফের নির্দেশে জানালেন প্রধান বিচারপতি ৷

ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, "ইডির কাছে খবর আছে শাহজাহানের নামে অন্তত চারটি কেস রয়েছে, যেখানে চার্জশিট দেওয়া হয়েছে ৷ এমনকী তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে ৷ কিন্তু সেই চার্জশিট থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে ৷ তাঁকে পলাতক বলে দেখানো হয়েছে ৷"

অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, "তার বিরুদ্ধে অভিযোগ রাজ্য পুলিশ গুলিয়ে দিতে পারে ৷ পুলিশের উপর ভরসা নেই ৷ তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া হোক ৷ মামলা পুনরায় পুরো শোনা হোক ৷" তখন ইডির আইনজীবী ধীরজ বলেন, "মোট 43টা এফআইআর দায়ের হয়েছে ৷ কতগুলি মামলায় সে পলাতক ?" এজি তখন পালটা জিজ্ঞাসা করেন, "সিবিআই, ইডি-ও তো তাকে গ্রেফতার করতে পারে ?" প্রধান বিচারপতি এর উত্তরে বলেন, "হ্যাঁ, প্রয়োজনে আমরা নির্দেশের এই অংশ সংশোধন করে দিচ্ছি ৷ প্রায় দু'মাস (57 দিন) ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ সে পালিয়ে বেড়াচ্ছে ৷ এখন সংবাদপত্রে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের জমি ফেরত দেওয়া হচ্ছে ৷"

আজ সকালে শাহজাহান শেখের গ্রেফতারি সংক্রান্ত নির্দেশের সংশোধন চায় রাজ্য ৷ প্রধান বিচারপতি জানান আজই শুনানি হবে ৷ রাজ্যের বক্তব্য ছিল, ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল তার উপর স্থগিতাদেশ দিয়ে রেখেছেন আগেই ৷ তারপর গত সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ এক নির্দেশে জানিয়েছেন শাহজাহান শেখের গ্রেফতারিতে কোথাও স্থগিতাদেশ দেওয়া নেই ৷ রাজ্যের বক্তব্য, তদন্তের উপরই যেখানে স্থগিতাদেশ দিয়ে রেখেছেন প্রধান বিচারপতি, সেখানে রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করবে কী করে ? নির্দেশের এই অংশের সসংশোধন প্রয়োজন ৷ আদালত আজ আরও পরিষ্কার করে নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি মামলায় শাহজাহানকে যুক্ত করল হাইকোর্ট, গ্রেফতারিতে স্থগিতাদেশ নেই বলে জানালেন প্রধান বিচারপতি
  2. সন্দেশখালিকাণ্ডে মামলার দ্রুত শুনানি চেয়ে ফের আদালতে আবেদন ইডি'র
  3. শাহজাহানের বিরুদ্ধে তথ্য প্রমাণ নেই ইডির হাতে, আদালতে দাবি আইনজীবীর
Last Updated : Feb 28, 2024, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details