পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

ETV Bharat / state

আরজি করে শুরু হল আবক্ষ 'অভয়া' মূর্তি স্থাপনের কাজ - Kolkata Doctor Rape and Murder

R G Kar Medical College and Hospital: গণ কনভেনশনে এক চিকিৎসকের প্রস্তাবকে স্বীকৃতি দিয়েছিল জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট ৷ সেই মতো আরজি কর হাসপাতালে আবক্ষ 'অভয়া' মূর্তি স্থাপনের কাজ শুরু হয়ে গেল ৷

Bust Idol of RG Kar PGT Doctor
আরজি করে শুরু হল আবক্ষ 'অভয়া' মূর্তি স্থাপনের কাজ (নিজস্ব চিত্র)

কলকাতা, 29 সেপ্টেম্বর: কর্মস্থলেই ধর্ষণের পর খুন হয়েছিলেন আরজি করের পিজিটি মহিলা চিকিৎসক ৷ সেই ঘটনার পর 50 দিনেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে ৷ জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে নিলেও, তাঁদের আন্দোলন জারি রয়েছে ৷ এবার সেই আন্দোলনে যোগ হতে চলেছে, 'অভয়া' মূর্তি ৷

আরজি করে অধক্ষ্যের অফিসের সামনে বসানো হচ্ছে এই আবক্ষ 'অভয়া' মূর্তি ৷ জুনিয়র ডাক্তারদের গণ কনভেনশনে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী, নিহত চিকিৎসক-পড়ুয়ার মূর্তি বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে ৷

আরজি করে শুরু হল আবক্ষ 'অভয়া' মূর্তি তৈরির কাজ ৷ (ইটিভি ভারত)

এই মূর্তি তৈরি করছেন শিল্পী অসিত সাঁই ৷ তিনি জানিয়েছেন, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় যে নির্মম অত্যাচারের শিকার ওই চিকিৎসক হয়েছেন, সেটাই তাঁর তৈরি আবক্ষ 'অভয়া' মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে ৷ তিনি জানালেন, আরজি কর হাসপাতালে এই ঘটনার পর থেকেই মূর্তি তৈরির পরিকল্পনা নিয়েছিলেন ৷ তারপর থেকে কাজ শুরু করেন ৷ রাত জেগে এই মূর্তি তিনি তৈরি করেছেন ৷ এই মুহূর্তে ফিনিশিংয়ের কাজ চলছে ৷ অধ্যক্ষের অফিসের সামনে ডক্টর আরজি করের মূর্তির বিপরীতে 'অভয়া' মূর্তি স্থাপন করা হচ্ছে ৷

আরজি করে 'অভয়া' মূর্তি প্রস্তুতকারী শিল্পী অসিত সাঁই ৷ (নিজস্ব চিত্র)

শিল্পী বলেন, "যে সারা রাত জেগে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন, রাতে তাঁর প্রাণটাই চলে গেল ৷ সেই আর্তিটাই আমি মূর্তির মধ্যে তুলে ধরেছি ৷ এই আবেগ ভাষায় প্রকাশ করা যায় না ৷ তার কোনও বর্ণনা নেই ৷ ওই মৃত্যুটি ভয়ংকর, সারা পৃথিবীর মানুষ কাঁদছে ৷ "

আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদ মঞ্চ ৷ (নিজস্ব চিত্র)

5 ফুট লম্বা বেদিতে মূর্তি বসানো হবে ৷ মূর্তির উচ্চতা হবে দেড় ফুট ৷ বেদি চওড়ায় হবে 22 ইঞ্চি ৷ মূর্তিটি চওড়ায় প্রায় 8 ইঞ্চি ৷ নির্যাতিতার জন্য আবেগ, দুঃখ ও প্রতিবাদে এই মূর্তি তৈরি করেছেন শিল্পী ৷ তাই কোনও পারিশ্রমিক তিনি নেবেন না জুনিয়র ডাক্তারদের থেকে ৷ জানালেন, তাঁর পারিশ্রমিক কেবলই 'ন্যায় বিচার' ৷ ইতিমধ্যেই বেদি তৈরির কাজ শুরু হয়েছে আরজি কর হাসপাতালে ৷ এই মূর্তি উপরে থাকবে একটি ছাতা ৷

ABOUT THE AUTHOR

...view details