জলপাইগুড়ি, 9 ডিসেম্বর: সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে প্রদর্শনীর আয়োজন করল বিএসএফ । সীমান্ত রক্ষী বাহিনীর 60তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিএসএফ জলপাইগুড়ি সেক্টরের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠে এই প্রদর্শনীর আয়োজন করা হয় ।
জলপাইগুড়ি সেক্টরের 6, 40, 98, 151 নং ব্যাটেলিয়ানের জওয়ানরা এই অনুষ্ঠানে অংশ নেন । এদিন বিএসএফের ব্যবহৃত অস্ত্র, স্নিফার ডগের কারিকুরি তুলে ধরা হয় ৷ পাশাপাশি বিএসএফে চাকরি পেতে কী কী করণীয়, তাও জানানো হয় ছাত্রছাত্রীদের । বিএসএফের উপর তথ্যচিত্রও প্রদর্শিত হয় ।
জলপাইগুড়িতে বিএসএফের নজরকাড়া প্রদর্শনী (নিজস্ব ভিডিয়ো) বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিরোধী প্ররোচনামূলক নানা মন্তব্য করা হচ্ছে । এরই মাঝে সাধারণ মানুষের মাঝে তাদের কার্যকলাপ ও শক্তি তুলে ধরতে আসরে নামল বিএসএফ ।
প্রদর্শনীতে আগ্নেয়াস্ত্র (নিজস্ব চিত্র) এদিন 151 নং ব্যাটেলিয়ানের স্নিফার ডগ উদয়, 40 নং ব্যাটেলিয়ানের স্নিফার ডগ ম্যাক্সি ও বাবু প্রদর্শনীতে অংশ নেয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি রাজীব গৌতম, 98 নং ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড এসপি মিশ্র, 151 নং ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড ধর্মেন্দ্র কুমার, 40 নং ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড রাজেশ ডাগরাল ও 6 নং ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড বিজয় শুক্লা, বিএসএফ আধিকারিক রাকেশ রাজনান-সহ আরও অনেকে ৷
ছাত্রছাত্রীদের বোঝানো হচ্ছে বিএসএফের কাজ (নিজস্ব চিত্র) সীমান্তে সুরক্ষার জন্য বিএসএফ যে সব আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, তার প্রদর্শনী করে বিএসএফ । আজ বিভিন্ন অস্ত্রশস্ত্রের যেমন প্রদর্শনী করা হয়, তেমনই বিএসএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর জার্মান শেফার্ড উদয়, বাবু ও ম্যাক্সিরা তাদের কসরত দেখায় । বিএসএফ কীভাবে সীমান্তকে সুরক্ষিত রাখে, তা ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষদের জানানো হয় । এদিন এবিপিসি মাঠে জলপাইগুড়ি সেক্টরের পক্ষ থেকে সীমান্তের কাঁটাতারের বেড়া, সীমান্তে বিএসএফ কীভাবে নিরাপত্তা দেয় তাও প্রদর্শিত করা হয় ।
স্নিফার ডগের কসরৎ (নিজস্ব চিত্র) স্থানীয় বাসিন্দা পূর্ণেন্দু শর্মা বলেন, "আমাদের খুব ভালো লাগছে । বিএসএফের উপরেই তো আমাদের নিরাপত্তার ভার । ভারতকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে । বাংলাদেশ থেকে বিভিন্ন বিবৃতি আসছে । চোখে দেখে কানে শুনে যখন যা স্টেপ নেওয়ার তা নিতে হবে ।"
স্থানীয় বাসিন্দা সুমনা বিশ্বাস বলেন, "নতুন একটা জিনিস দেখলাম । বিএসএফের ডগ শো হল । ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের প্রদর্শনী করা হল । এটা আমাদের কাছে নতুন অভিজ্ঞতা । এমন প্রোগ্রাম হলে ভালোই হয় ।"