কলকাতা, 22 জুলাই:বাংলাদেশে চলমান ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ভারত, নেপাল এবং ভুটানের 1208 জন পড়ুয়াকে ঘরে ফেরানো হচ্ছে ৷ এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিএসএফ । ভারত-বাংলাদেশ সীমান্তের আইসিটি পেট্রাপোল এলসিএস ঘোজাডাঙ্গা এলপিএস গেদে এবং এলসিএস মহাদীপুর সীমান্ত পথ দিয়ে এই হাজারের বেশি পড়ুয়াকে এখনও পর্যন্ত ভারতে ফেরানো হয়েছে । বিএসএফ সূত্রে খবর, ওই সমস্ত পড়ুয়াকে নিরাপদে এদেশে ফেরানোর পাশাপাশি আপাতত থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে সুনির্দিষ্ট স্থানে । ধাপে ধাপে তাদের দেশে ফেরানো হবে।
বিএসএফ সূত্রের দাবি, বাংলাদেশ ক্রমবর্ধমান ছাত্র আন্দোলনের জেরে হিংসা ও অগ্নিসংযোগের সাক্ষী ঘটনা ঘটছে । পড়শী দেশের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিয়েছে । এই অস্থিরতার মধ্যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত অনেক ভারতীয়, নেপালি ও ভুটানি শিক্ষার্থীকে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে । বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এই ছাত্রদের নিরাপদে প্রত্যাবর্তনের সুবিধার্থে আইসিপি পেট্রাপোল, এলসিএস গেদে, ঘোজাডাঙ্গা এবং মাহাদিপুরে বিশেষ সাহায্য ডেস্ক স্থাপন করেছে । এ পর্যন্ত, বিএসএফ সফলভাবে 1045 ভারতীয় ছাত্রছাত্রী, 152 নেপালি পড়ুয়া এবং 4 ভুটানি ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করেছে ৷
বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিকা তথা ডিআইজি একে আর্য জানিয়েছেননিশ্চিত করেছেন যে, বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছে । এই সমন্বয় রাত্রিকালীন অভিযানের সময়ও শিক্ষার্থীদের নিরাপদ স্থানান্তর নিশ্চিত করেছে । প্রক্রিয়াটির কার্যকারিতা আরও বাড়ানোর জন্য, আইসিপি পিপেট্রাপোলের ইমিগ্রেশন ডেস্ক এখন সারাক্ষণ খোলা থাকবে । বাড়িতে ফিরে আসা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন এবং নিরাপদ স্থান নিশ্চিত করবে বিএসএফ।