পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশ সীমান্তে ‘নিখোঁজ’ জোড়া বলদ, খুঁজতে হিমশিম বিএসএফ-বিজিবি - MISSING PAIR OF OXEN

সোমবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপার থেকে নিখোঁজ দু’টি বলদ ৷ এখনও খোঁজ মেলেনি ৷

Missing Pair of Oxen
বাংলাদেশ সীমান্তে ‘নিখোঁজ’ জোড়া বলদ, খুঁজতে হিমশিম বিএসএফ-বিজিবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 5:18 PM IST

কৃষ্ণগঞ্জ (নদিয়া), 24 অক্টোবর: ভারত-বাংলাদেশের সীমান্ত থেকে নিখোঁজ জোড়া বলদ ৷ সোমবার সকালের দিকে নিখোঁজ হয়ে যায় ওই বলদ দু’টি ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বলদ দু’টিকে খুঁজে পাওয়া যায়নি ৷ খোঁজ পেতে মরিয়া হয়ে চেষ্টা করছে বিএসএফ ও বিজিবি ৷

যে বলদ দু’টি হারিয়ে গিয়েছে, সেগুলির মালিক রামপ্রসাদ মণ্ডল ৷ বছর 49-এর এই ব্যক্তি নদিয়ার গেদের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ৷ নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত-বাংলাদেশের গেদে সীমান্তের কাঁটাতার পেরিয়ে রোজ তিনি চাষের কাজে যান ৷ সোমবার সেভাবেই সীমান্তের 32 নম্বর ব্যাটেলিয়ন বিএসএফের 23 নম্বর গেটে নাম নথিভুক্ত করে দু’টি বলদ নিয়ে চাষের কাজে গিয়েছিলেন ৷

বাংলাদেশ সীমান্তে ‘নিখোঁজ’ জোড়া বলদ, খুঁজতে হিমশিম বিএসএফ-বিজিবি (ইটিভি ভারত)

রামপ্রসাদ মণ্ডল জানান, তিনি সোমবার সকাল 8টা 15 মিনিট নাগাদ গিয়েছিলেন সেখানে ৷ সকাল সাড়ে 10টা নাগাদ বলদ জোড়া মাঠে রেখেই তিনি খাবার আনতে যান ৷ ফিরে এসে আর বলদ জোড়াকে তিনি খুঁজে পাননি ৷ অনেক খোঁজাখুঁজির পর শেষপর্যন্ত তিনি বিএসএফের দ্বারস্থ হন ৷

এর পর 23 নম্বর গেটের বিএসএফ আধিকারিক গেদের কোম্পানি কমান্ডারকে জানান পুরো ঘটনাটি । গেদে ক্যাম্পের বিএসএফের আধিকারিকরা বলদের সন্ধানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র সঙ্গে যোগাযোগ করেন । দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রশাসনিক একটা বৈঠক হয় । কিন্তু বলদের সন্ধান মেলেনি ৷

রামপ্রসাদ মণ্ডল এই নিয়ে বিএসএফের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ৷ পাশাপাশি কৃষ্ণগঞ্জ থানার আইসি, কৃষ্ণগঞ্জের বিডিও, স্থানীয় বানপুর পঞ্চায়েতের প্রধানকে ঘটনা লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন রামপ্রসাদ ।

স্থানীয় বাসিন্দা সুকান্ত বিশ্বাস বলেন, ‘‘বিএসএফ তৎপরতার সঙ্গে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং করেছে । বিএসএফ চেষ্টা করছে কৃষককে চাষের বলদ গরু ফিরিয়ে দেওয়ার ।’’ এই ব্যাপারে স্থানীয় বানপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য পম্পা সেন বিশ্বাস বলেন, ‘‘আমরা বিএসএফ-কে বলেছি আপনারা দ্রুততার সঙ্গে যেভাবেই হোক নিখোঁজ হয়ে যাওয়া বলদ ফিরিয়ে আনার চেষ্টা করুন ।’’

ABOUT THE AUTHOR

...view details