কলকাতা,2 মার্চ:প্রয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেবে শিক্ষা দফতর । এইভাবে স্কুল বন্ধ হওয়ায় পঠন-পাঠনে ব্যাঘাত ঘটতে পারে ৷ ভোটের দিন ঘোষণার আগেই রাজ্য়ে কেন্দ্রীয় বাহিনী চলে আসায় বিরূপ মনোভাব শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর । শিক্ষামন্ত্রী কথায়, "ভোটের দিন এখনও ঘোষণা হয়নি। এত তাড়াহুড়ো কীসের বুঝতে পারছি না। পঠন-পাঠনে অসুবিধা হচ্ছে। প্রয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেব।"
শুক্রবার রাজ্যে এসেছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তাঁদের থাকার জন্য একাধিক সরকারি স্কুল বন্ধ রাখা হয়েছে। সেই তালিকায় রয়েছে উত্তর কলকাতার বেথুন কলেজিয়েট স্কুল। সেখানে ইতিমধ্যেই অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি নবম ও দশম শ্রেণির ক্লাসের সময়সীমা কমানো হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনন্দপুর হাইস্কুল, মেটিয়াবুরুজ, যাদবপুর, তিলজলার বিভিন্ন স্কুলের ক্ষেত্রেও । 7 তারিখ রাজ্যে আসছে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফলত আরও বেশ কিছু স্কুল বন্ধ করা হতে পারে বলে আশঙ্কা শিক্ষামহলের ৷