পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব‍্যাগের ভিতরে টিক টিক শব্দ ! বোমাতঙ্ক কলকাতাগামী জম্মু-তাওয়াই এক্সপ্রেসে - BOMB THREAT IN JAMMU TAWAI EXPRESS - BOMB THREAT IN JAMMU TAWAI EXPRESS

Bomb threat in Jammu Tawi Express Train: কলকাতা বিমানবন্দরের পর বোমাতঙ্ক জম্মু-তাওয়াই এক্সপ্রেসে ৷ ট্রেনটির এস-8 কামরায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে অ্যলার্মের মতো শব্দ শুনতে পান যাত্রীরা ৷ এরপরই তড়িঘড়ি রেল কর্তৃপক্ষকে ফোন করে বিষয়টি জানান তাঁরা ৷

Bomb Threat
জম্মু-তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 8:04 PM IST

Updated : Jun 28, 2024, 9:04 PM IST

দক্ষিণেশ্বর, 28 জুন: কলকাতা বিমানবন্দরের পর কলকাতাগামী জম্মু-তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক ৷ তার জেরে দীর্ঘক্ষণ দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে রইল ডাউন জম্মু-তাওয়াই এক্সপ্রেস ৷ রেল সূত্রে খবর, শুক্রবার বিকেল সাড়ে 4টে নাগাদ আচমকা ওই এক্সপ্রেস ট্রেনটি থমকে যায় দক্ষিণেশ্বর স্টেশনে ৷ এরপর বিকেল 5.10 মিনিট নাগাদ ট্রেনটি কলকাতার দিকে রওনা হয়ে যায় ৷

কলকাতাগামী জম্মু-তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক (ইটিভি ভারত)

প্রায় 40 মিনিট দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে থাকে ডাউন জম্মু-তাওয়াই এক্সপ্রেসে ৷ সেখানে যাত্রীদের নামিয়ে ট্রেনে চিরুনি তল্লাশি করা হয় ৷ এর ফলে একাধিক আপ ও ডাউন ডানকুনি লোকাল বাতিল করা হয়েছে ৷ পরে জানা যায়, এস-8 কামরার স্লিপার কোচে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে ট্রেনে ৷

এক যাত্রী ট্রেনের মধ্যে বেশ খানিকক্ষণ ধরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন । প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ওই ব্যাগটি থেকে টিক টিক করে শব্দ হচ্ছিল ৷ তারপরেই ফোন করা হয় রেল কর্তৃপক্ষকে ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা ৷ নিয়ে আসা হয় স্নিফার ডগও ৷ এরপর ট্রেনের কামরা থেকে যাত্রীদের নামিয়ে স্লিপার কোচে তল্লাশি শুরু করে বোম্ব স্কোয়াডের লোকজন ৷

আপাতত তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি বলে জানা গিয়েছে ৷ বম্ব স্কোয়াড এসে ওই ব্যাগটি দক্ষিণেশ্বর স্টেশনে নামিয়ে নেয় ৷ ট্রেনটিকে খালি করে চিৎপুর রেলইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে গিয়ে আরও ভালো করে বিষয়টি দেখা হবে ৷

বোমাতঙ্ক প্রসঙ্গে এস-8 কামরায় থাকা এক যাত্রী পাপন দেবনাথ বলেন, "ব্যাগের মধ্যে টিক টিক করে আওয়াজ হচ্ছিল ৷ তারপর কল করতেই সবাই চলে আসেন ৷ দক্ষিণেশ্বর ঢোকার আগে ব্যাগটি চোখে পড়ে ৷ তারপরই ট্রেন থেমে গেল ৷" আরেক যাত্রী মহম্মদ আকিবুল্লা বলেন, "অ্যালার্মের শব্দের মতোই আওয়াজ হচ্ছিল ৷ টাইম বোমের সঙ্গে মিল রয়েছে ৷ কিন্তু আমরা তো সেটা বলতে পারি না ৷"

জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে আটটা নাগাদ জম্মু স্টেশন থেকে ছাড়ে ওই এক্সপ্রেস ট্রেনটি ৷ নির্দিষ্ট সময়ে শুক্রবার জম্মু-তাওয়াই এক্সপ্রেস ট্রেনটি ঢোকার কথা ছিল কলকাতা স্টেশনে ৷ তার আগেই বোমাতঙ্কের জেরে ট্রেনটি থমকে যায় দক্ষিণেশ্বর স্টেশনে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় ৷ ভয়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে আসেন যাত্রীরা ৷ ট্রেন চলাচলেও প্রভাব পড়ে ৷ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন ৷ যার ফলে ভোগান্তির মুখে পড়তে হয়েছে লোকাল ট্রেনের যাত্রীদের ৷

Last Updated : Jun 28, 2024, 9:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details