বেলডাঙা(মুর্শিদাবাদ), 29 এপ্রিল: রেজিনগরের পর বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বেলডাঙা ৷ বিস্ফোরণে উড়ল বাড়ির চাল ৷ আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে ৷ সোমবার সকালে বেলডাঙা থানার মাঝপাড়ায় ঘটনাটি ঘটেছে ৷ 24 ঘণ্টার মধ্যে পাশাপাশি দুই বিধানসভায় বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ যার ফলে তৃতীয় দফা ভোটের আগে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন এলাকার মানুষ ।
এ দিন বেলডাঙা থানার ঝুনকা মাঝপাড়া এলাকায় সকাল আটটা নাগাদ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা । বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ির রান্নাঘরের টালির চাল উড়ে গিয়েছে । মজুত করে রাখা বোমা অতিরিক্ত গরমের ফলে ফেটে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।
স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্বাচন আসতেই রেজিনগর ও বেলডাঙা নিজের চেহারা নিতে শুরু করেছে । দিনকয়েক আগে নাজিরপুর বিকলনগর এলাকায় তৃণমূল গোষ্ঠীর বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল ৷ ওই ঘটনায় জখম হন বেশ কয়েকজন । এরপর ভরতপুরের সরডাঙা বিন্দারপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দুই মহিলা-সহ দশজন জখম হন । রবিবার রেজিনগরের নাজিরপুরর আর্বজনার স্তূপ থেকে বিস্ফোরণ ঘটে । বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা । তদন্তে নেমে পুলিশ 24টি তাজা বোমা উদ্ধার করে ।