পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেজিনগরের পর বেলডাঙা, ভোটের আবহে ফের বোমা বিস্ফোরণ ! উড়ল বাড়ির চাল - Blast in Murshidabad - BLAST IN MURSHIDABAD

Blast in Murshidabad: মুর্শিদাবাদে ফের বিস্ফোরণ ৷ এবার ঘটনাস্থল বেলডাঙা ৷ সোমবারের সকালের বিস্ফোরণ উড়ে গেল একটি বাড়ির চাল ৷ ভোটকে সামনে রেখে বোমা মজুত করে রাখা ছিল বলে অনুমান করা হচ্ছে ৷

Blast in Murshidabad
Blast in Murshidabad

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 2:30 PM IST

Updated : Apr 29, 2024, 3:05 PM IST

বেলডাঙায় বোমা বিস্ফোরণে উড়ল বাড়ির চাল

বেলডাঙা(মুর্শিদাবাদ), 29 এপ্রিল: রেজিনগরের পর বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বেলডাঙা ৷ বিস্ফোরণে উড়ল বাড়ির চাল ৷ আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে ৷ সোমবার সকালে বেলডাঙা থানার মাঝপাড়ায় ঘটনাটি ঘটেছে ৷ 24 ঘণ্টার মধ্যে পাশাপাশি দুই বিধানসভায় বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ যার ফলে তৃতীয় দফা ভোটের আগে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন এলাকার মানুষ ।

এ দিন বেলডাঙা থানার ঝুনকা মাঝপাড়া এলাকায় সকাল আটটা নাগাদ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা । বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ির রান্নাঘরের টালির চাল উড়ে গিয়েছে । মজুত করে রাখা বোমা অতিরিক্ত গরমের ফলে ফেটে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্বাচন আসতেই রেজিনগর ও বেলডাঙা নিজের চেহারা নিতে শুরু করেছে । দিনকয়েক আগে নাজিরপুর বিকলনগর এলাকায় তৃণমূল গোষ্ঠীর বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল ৷ ওই ঘটনায় জখম হন বেশ কয়েকজন । এরপর ভরতপুরের সরডাঙা বিন্দারপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দুই মহিলা-সহ দশজন জখম হন । রবিবার রেজিনগরের নাজিরপুরর আর্বজনার স্তূপ থেকে বিস্ফোরণ ঘটে । বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা । তদন্তে নেমে পুলিশ 24টি তাজা বোমা উদ্ধার করে ।

ওই ঘটনার পর 24 ঘণ্টা কাটতে না কাটতেই বিস্ফোরণের তীব্রতায় ফের কেঁপে ওঠে রেজিনগরের পাশের বিধানসভা বেলডাঙার ঝুনকা । বিস্ফোরণে যে সময় বাড়ির রান্নাঘরের টালির চাল উড়ে গিয়েছে সেই সময় গৃহকর্ত্রী আইসডিএস কেন্দ্রে গিয়েছিলেন । মর্জিনা খাতুন বলেন, "আমি বাড়িতে থাকলে জখম হতাম । আমার বাড়ি ক্ষতিগ্রস্ত হল ৷ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি ৷"

এ দিনও আবর্জনার স্তূপ থেকে বিস্ফোরণ ঘটেছে । খবর পেয়ে এলাকায় আসে পুলিশ । পুলিশের অনুমান, বোমা মজুত ছিল ৷ তীব্র দাবদাহ সহ্য করতে না পেরে বোমা ফেটে গিয়েছে ।

আরও পড়ুন:

  1. রেজিনগরে বোমা বিস্ফোরণ! উদ্ধার 24টি তাজা বোমা
  2. কৌটো বোমা ফেটেই বিস্ফোরণ ! হাসনাবাদকাণ্ডে গ্রেফতার বিজেপি কর্মী
  3. ভোটের আগে উত্তপ্ত বড়ঞা, বোমা বাঁধার সময় বিস্ফোরণে উড়ল যুবকের হাত
Last Updated : Apr 29, 2024, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details