বোলপুর, 9 মে: রাঙামাটির দেশে এখন মন ভোলাচ্ছে নানা রঙের রাজনীতি ৷ আগামী 13 মে চতুর্থ দফায় বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট ৷ কেন্দ্রের নাম শুনলেই মনে পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ৷ আবার এই কেন্দ্রকে রাজ্যবাসী চেনে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলের নামে ৷ গরুপাচার মামলায় জড়িত থাকার অভিযোগ তিনি এখন দিল্লির তিহাড় জেলে ৷ সেখানে বন্দি তাঁর মেয়ে সুকন্যাও ৷
এদিকে 2022 সালের অগস্ট মাসে সিবিআই-এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল ৷ তাঁর অনুপস্থিতিতে দ্বিতীয়বার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অসিত কুমার মাল ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী পিয়া সাহা 2015 সালে সাঁইথিয়া পৌরসভায় জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন ৷ এবার তিনিই বোলপুর লোকসভার প্রার্থী ৷ আবার দলের দীর্ঘদিনের সঙ্গী নানুরের বাসিন্দা শ্যামলী প্রধানকে প্রার্থী করেছে সিপিআইএম ৷ 2016 সালে তৃণমূলের ভরাবাজারে নানুর বিধানসভা থেকে তৃণমূলকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন তিনি ৷ এছাড়াও, দীর্ঘ দিন ধরে নানুরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য থেকেছেন ৷ কংগ্রেস সমর্থিত শ্যামলী প্রধান কি বিরোধীদের টেক্কা দিয়ে ফেরাতে পারবে বাম শাসন ? এই ভোট ময়দানে অনুব্রতর অনুপস্থিতির ফায়দা তুলতে মরিয়া রাম থেকে বাম- সব পক্ষই ৷
বিশ্বকবি রবীন্দ্রনাথের শান্তিনিকেতন এই বোলপুরে ৷ তাই এর খ্য়াতি জগৎজোড়া ৷ তবে ফি বছর বন্যায় ভেসে যায় বিস্তীর্ণ এলাকা ৷ কোপাই, দ্বারকা নদ আর অজয় নদে বালি মাফিয়াদের রমরমা ৷ গ্রামবাসীরা এই দৌরাত্ম্য অতীষ্ঠ ৷ নদ-নদী থেকে বালি তুলে নেওয়ায় এই বন্যার কবলে পড়তে হয় এলাকাবাসীকে ৷ এছাড়া বোলপুরে বিদেশিদের আনাগোনা থাকলেও এখানে উন্নয়ন তেমন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ৷ রাজনৈতিক পতাকা বদলেছে ৷ তবে পানীয় জলের অভাব ঘোচেনি ৷ রাস্তাঘাটও তেমন উন্নত হয়নি ৷ এলাকার অন্য বিধানসভাগুলিতে যাতায়াতের বাসই প্রধান ভরসা ৷ তাও সংখ্যায় যথেষ্ট কম ৷