পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গারামপুর খেলতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর আহত 3 শিশু - Blast at gangarampur - BLAST AT GANGARAMPUR

Blast in Dakshin Dinajpur: খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত 3 শিশু ৷ বোমা নাকি ব্যাটারি ফেটে এই বিস্ফোরণ তা এখনও জানা যায়নি ৷ নির্বাচনের আগে এলাকায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তিন শিশুকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 1:21 PM IST

Updated : Mar 25, 2024, 2:29 PM IST

গঙ্গারামপুর খেলতে গিয়ে বিস্ফোরণে জখম 3 শিশু

গঙ্গারামপুর, 25 মার্চ:বাড়ির পাশে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত 3 শিশু। রবিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বাসুরিয়া গোটাহার এলাকার ঘটনা ৷ শিয়রেলোকসভা নির্বাচন ৷ তার আগেই বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বিস্ফোরণ কীভাবে ঘটল, তা এখনও জানা যায়নি ৷ বোমা অথবা ব্যাটারি ফেটে এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

এদিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে 3 শিশুকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর এখানে ভর্তি করে নেন ৷ কিন্তু অপর শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়া তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে বাড়ির পাশে খেলা করছিল ওই 3 শিশু। সেই সময় ব্যাটারি জাতীয় কিছু কুড়িয়ে পায় তারা। সেটা দিয়ে খেলতে গিয়ে ঘটে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে । বিস্ফোরণে গুরুতর আহত হয় 3 শিশু। বিস্ফোরণের বিকট আওয়াজ পেয়েই পরিবারেরক লোকজন ছুটে আসে ৷ তাঁরাই শিশুদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । এই ঘটনায় গোটাহার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আহত এক শিশুর মা সোমা দত্ত বলেন, "বিকেল বেলা বাচ্চারা বাড়ির পাশে খেলছিল। ব্যাটারির মত একটা জিনিস তারা রাস্তার মধ্যে ফেলে যায় ৷ সেই সময়ে সেখানে দিয়ে একটা টোটো যাচ্ছিল ৷ তার উপর টোটটি উঠতেই বিস্ফোরণ হয়। তারপরেই দেখি বাচ্চারা রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে রয়েছে। এমন ঘটনা কীভাবে ঘটল, তা বলতে পারছি না।" এ বিষয়ে বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "লোকসভা ভোটের আগে গতকালকে বাচ্চারা খেলতে গিয়ে গুরুতর আহত হয়েছে ৷ তবে কেন এই ঘটনা ঘটেছে তা পুলিশ বলতে পারবে। পুলিশ যদি সঠিক তদন্ত করে তাহলে বিষয়টা উঠে আসবে।"

আরও পড়ুন:

  1. মাঝরাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত 7টি বাড়ি
  2. পটনায় সিভিল কোর্ট চত্বরে ট্রান্সফরমারে বিস্ফোরণ, এক আইনজীবীর মৃত্যু
  3. নদিয়ায় কৌটো বোমা ফেটে বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন শ্রমিক
Last Updated : Mar 25, 2024, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details