গঙ্গারামপুর, 25 মার্চ:বাড়ির পাশে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত 3 শিশু। রবিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বাসুরিয়া গোটাহার এলাকার ঘটনা ৷ শিয়রেলোকসভা নির্বাচন ৷ তার আগেই বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বিস্ফোরণ কীভাবে ঘটল, তা এখনও জানা যায়নি ৷ বোমা অথবা ব্যাটারি ফেটে এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
এদিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে 3 শিশুকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর এখানে ভর্তি করে নেন ৷ কিন্তু অপর শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়া তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে বাড়ির পাশে খেলা করছিল ওই 3 শিশু। সেই সময় ব্যাটারি জাতীয় কিছু কুড়িয়ে পায় তারা। সেটা দিয়ে খেলতে গিয়ে ঘটে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে । বিস্ফোরণে গুরুতর আহত হয় 3 শিশু। বিস্ফোরণের বিকট আওয়াজ পেয়েই পরিবারেরক লোকজন ছুটে আসে ৷ তাঁরাই শিশুদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । এই ঘটনায় গোটাহার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।