পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যপালকে চিঠি বিজেপি'র - Recruitment Corruption

Recruitment Scam: নির্বাচন আবহে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল ৷ জানা গিয়েছে, কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপকরা তাঁদের কলেজে হাজিরা দিয়ে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন ৷ অভিযোগ এতে পড়ুয়ারাদের প্রতারিত করা হচ্ছে ৷ এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকে চিঠি দিল বিজেপি ৷

বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতি
Recruitment Corruption

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 3:50 PM IST

Updated : Mar 18, 2024, 4:32 PM IST

বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ

বোলপুর, 18 মার্চ: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরেই বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে এল ৷ আর এই মর্মে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকে চিঠি দিল বিজেপি। উল্লেখ্য, ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়-সহ কয়েকটি কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা নিজ নিজ কলেজে উপস্থিতির স্বাক্ষর করে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াচ্ছেন ৷ অর্থাৎ একজায়গা থেকে স্থায়ী বেতন পাচ্ছেন, অন্য জায়গা থেকে সাম্মানিক পাচ্ছেন ৷ এতে প্রতারিত হচ্ছেন পড়ুয়ারা ৷

যদিও, এই মর্মে প্রশ্ন করা হলে বীরভূমের ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ মহাদেব দেবাশি স্বীকার করে নেন, রাজ্যের শিক্ষা দফতরের কোনও অনুমতি নেই ৷ তিনি বলেন, "সরকারি লিখিত কোনও অনুমতি নেই ৷ আমরাই জেনারেল বডির মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছি ৷ জেলার বিশ্ববিদ্যালয়টিকে তো বাঁচাতে হবে, তাই জিবিতে সিদ্ধান্ত হয়েছে।" বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মসচিব ডঃ মঙ্গিলাল তাপারিয়া বলেন, "জেলার একটি বিশ্ববিদ্যালয়, সেটাকে তো বাঁচাতে হবে ৷ তাই আমরা দু'জায়গায় শ্রম দিই। তবে বিশ্ব বাংলা থেকে কোনও পারিশ্রমিক কেউ পান না।"

18 ফেব্রুয়ারি বীরভূম জেলা সফরে এসে সিউড়ির প্রশাসনিক সভা থেকে বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, তার আগে থেকেই এই বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হয়ে গিয়েছিল ৷ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পরে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল ৷ এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত কর্মসচিব রয়েছেন তিনি সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক। অথচ, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তাঁকে 'ভারপ্রাপ্ত' শব্দের উল্লেখ নেই ৷

অন্যদিকে, ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক পদে রয়েছেন। কিন্তু, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তাঁকে 'ভারপ্রাপ্ত' উল্লেখ নেই ৷ এছাড়া, কবি জয়দেব মহাবিদ্যালয়-সহ বেশ কয়েকটি কলেজের অধ্যাপক-অধ্যাপিকা নিজ নিজ কলেজে যান, উপস্থিতির স্বাক্ষর করেন, পরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে এসে পড়ান ৷ এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি ৷

বিজেপির অভিযোগ, এতে প্রতারিত হচ্ছেন পড়ুয়ারা। এই সকল অধ্যাপক-অধ্যাপিকারা নিজ নিজ কলেজ থেকে স্থায়ী বেতন পান, অথচ সেখানেই পড়ান না ৷ বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে পড়ান, সেখান থেকেও সাম্মানিক পান ৷ এই মর্মে ইতিমধ্যেই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দেন বিজেপির ইন্টেলেকচুয়াল সেলের বীরভূম জেলা আহ্বায়ক ডঃ উজ্জ্বল মজুমদার। তিনি বলেন, "নিয়োগ দুর্নীতি এই রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে। ইলামবাজার কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা সেখানে অ্যাটেন্ডেন্স দিয়ে বিশ্ব বাংলায় পড়াচ্ছেন ৷ একজায়গায় বেতন পাচ্ছেন, এক জায়গায় সাম্মানিক। আর প্রতারিত হচ্ছে ছাত্রছাত্রীরা। আমার বিশ্বাস রাজ্যপাল বিষয়টি দেখে যথাযথ ব্যবস্থা নেবে।"

আরও পড়ুন:

  1. পাকিস্তান থেকে টাকা এসেছে, নির্বাচনী বন্ড নিয়ে মোদি-মমতাকে আক্রমণ সেলিমের
  2. ইডি যাবে পার্থ ভৌমিকের দুয়ারে ! বিজেপিতে যোগ দেওয়ার আগেই হুঙ্কার অর্জুনের
  3. নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিদিন সময় চাইছে এসএসসি, বেজায় চটলেন বিচারপতি
Last Updated : Mar 18, 2024, 4:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details