বাঁকুড়া, 6 মার্চ: রাতের অন্ধকারে বিজেপি নেতা ও কর্মী সমর্থকদেরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে কোতুলপুর ব্লকের পাটপুরে ৷ অভিযোগ, বিজেপি নেতাকর্মীরা স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন ৷ ঠিক তখনই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে চড়াও হয় এবং বিজেপি করার অপরাধে ব্যাপক মারধর করা হয় ওই নেতাকর্মীদের । ঘটনায় আহত হন অনেকে । তড়িঘড়ি তাঁদের দেখতে এলাকায় যান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । এরপর রাতেই আহতদের নিয়ে কোতুলপুর থানায় অভিযোগ জানান তিনি ।
এ বিষয়ে সৌমিত্র খাঁ বলেন, "কয়েকদিন আগেই কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হুঁশিয়ারি দিয়েছিল ৷ এর পরেই আজ তাঁর নেতৃত্বেই তৃণমূল কর্মীরা বিজেপি সমর্থকদের মারধর করল । পশ্চিমবঙ্গে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে তবে ভোট করাটা মুশকিল ৷ তবে আমার মনে হয় রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার এবং অবিলম্বে এই এলাকায় কেন্দ্রীয় বাহিনী দেওয়া দরকার । না হলে মারপিট হবে ।"