পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'বুলডোজার মাতা হতে চাইছেন', হকার উচ্ছেদে মমতাকে কটাক্ষ সুকান্তর - Sukanta Majumder - SUKANTA MAJUMDER

Sukanta Majumder on Hawker Eviction: সম্প্রতি নবান্নের বৈঠকে শহরে রাস্তায় বেআইনি হকারদের উচ্ছেদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার মানিকতলা উপনির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে বেরিয়ে এবার সেই প্রসঙ্গে মমতাকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumder
সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 10:23 AM IST

Updated : Jun 30, 2024, 12:03 PM IST

কলকাতা, 30 জুন:"বুলডোজার বাবার স্বপ্ন দেখতে দেখতে বুলডোজার মাতা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন ৷" বেআইনি হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ প্রসঙ্গে এবার এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ৷ শনিবার মালিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের হয়ে নির্বাচনী প্রচার সারেন বঙ্গ বিজেপির সভাপতি ৷ সেখানেই হকার উচ্ছেদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি ৷

হকার উচ্ছেদ নিয়ে সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)

সুকান্তের কথায়, "তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ এই সিদ্ধান্ত রূপে অনৈতিক ৷ রাজ্যে শিল্প নেই, চাকরি নেই ৷ আপনি চাকরি দিতে পারছেন না ৷ আপনি মানুষকে এভাবে তুলে দিতে পারেন না ৷ এরকম চলতে পারেনা ৷ আমার মনে হয় যোগীজির স্বপ্ন দেখতে দেখতে, বুলডোজার বাবার স্বপ্ন দেখতে দেখতে নিজেও বুলডোজার মাতা হওয়ার স্বপ্ন দেখেছেন হয়তো ৷"

সম্প্রতি নবান্নের বৈঠকে বেআইনি হকার উচ্ছেদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নির্দেশের পর থেকেই শহরের একাধিক এলাকায় শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান ৷ বাদ পড়ছেন না আইন মেনে রাস্তার ধারে দোকান সাজিয়ে নিয়ে বসা হকাররাও ৷ এদিন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন সুকান্ত ৷

উল্লেখ্য, আগামী 10 জুলাই রাজ্যের চার বিধানসভা আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন । তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর কারণে এই আসনে হচ্ছে ভোট ৷ উপনির্বাচনে এই আসনে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন ফুটবলার তথা দলের নেতা কল্যাণ চৌবেকে ৷ অন্য়দিকে, কল্যাণের বিপরীতে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ৷ এদিন প্রচারে বিজেপি প্রার্থী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস রায় এবং কলকাতা উত্তরের বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ । প্রচারে এলাকাবাসীদের সঙ্গে কথাও বলেন সুকান্ত ৷

নির্বাচন প্রসঙ্গে প্রার্থী কল্যাণ চৌবে বলেন, "পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হয়না । এখানে ভোট পরবর্তী সন্ত্রাস চলে । তাই উপনির্বাচনে যেন কোনও ধরনের সন্ত্রাস না হয়, কারচুপি না হয় এবং গনতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ ভোট দিতে পারে সেটাই কাম্য।" নিকাশি জল জমে যাওয়া, ফুটপাথ দখল-সহ একাধিক বিষয়ে এলাকায় কাজের প্রয়োজন রয়েছে বলে জানান কল্যাণ চৌবে ।

Last Updated : Jun 30, 2024, 12:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details