দার্জিলিং, 24 মার্চ:পরম্পরা ভাঙল বিজেপি। দার্জিলিং লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য প্রার্থী করা হল রাজু বিস্তাকে। রবিবার রাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে বাকি আসনে প্রার্থী ঘোষণা করে। দার্জিলিং লোকসভা আসনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে চলছিল দীর্ঘ টানাপোড়েন। অবশেষে বাজিমাত রাজু বিস্তার। আর রাজু বিস্তার নাম প্রকাশ হতেই বিজেপি বিধায়ক নীরজ জিম্বা ও অন্যান্য কর্মী সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন ৷ খুশিতে টিভি-তে খবর দেখার পর আত্মাহারা হয়ে নাচে শুরু করেন জিম্বা ৷ তাঁর সেই নাচের ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
মূলত, দার্জিলিং লোকসভা আসনে প্রতিবারই নতুন প্রার্থী দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে ৷ এর আগে এক প্রার্থীকে দ্বিতীয়বার সুযোগ দেয়নি বিজেপি। টিকিট পেয়েই রাজু বিস্তা বলেন, "আমি নিশ্চিত ছিলাম যে আমাকে দ্বিতীয়বার প্রার্থী করা হবে। এবার পরম্পরা ভাঙতে চলেছে আগেই জানতাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানাই আমাকে প্রার্থী করার জন্য। আমি নিশ্চিত আবার জয়ী হয়ে পাহাড়বাসীকে আগামিদিনে সেবা করার সুযোগ পাবো।" রাজু বিস্তার আগে এই কেন্দ্রের প্রার্থী ছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ দ্বিতীয়বারের তাঁকে প্রার্থী করা হলেও দার্জিলিং নয় আসানসোল কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছিল ৷ এই আসনে দ্বিতীয়ার রাজু বিস্তাকে টিকিট দিয়ে তাঁর প্রতি ভরসা রাখতে দেখা গেল কেন্দ্রীয় নেতৃত্বকে।