পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাহাড়ে দ্বিতীয়বার বিজেপির প্রার্থী রাজু বিস্তা, আনন্দে নাচলেন বিধায়ক নীরজ জিম্বা - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Lok Sabha Elections 2024: পাহাড়ে দ্বিতীয়বার বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ এই প্রথম পরম্পরা ভেঙে একই প্রার্থীকে দু’বার টিকিট দিল বিজেপি ৷ রাজু বিস্তার আগে এই কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ কিন্তু রাজু বিস্তার দ্বিতীয়বার আস্থা রাখর গেরুয়া শিবির ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 8:52 AM IST

দার্জিলিং, 24 মার্চ:পরম্পরা ভাঙল বিজেপি। দার্জিলিং লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য প্রার্থী করা হল রাজু বিস্তাকে। রবিবার রাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে বাকি আসনে প্রার্থী ঘোষণা করে। দার্জিলিং লোকসভা আসনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে চলছিল দীর্ঘ টানাপোড়েন। অবশেষে বাজিমাত রাজু বিস্তার। আর রাজু বিস্তার নাম প্রকাশ হতেই বিজেপি বিধায়ক নীরজ জিম্বা ও অন্যান্য কর্মী সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন ৷ খুশিতে টিভি-তে খবর দেখার পর আত্মাহারা হয়ে নাচে শুরু করেন জিম্বা ৷ তাঁর সেই নাচের ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

মূলত, দার্জিলিং লোকসভা আসনে প্রতিবারই নতুন প্রার্থী দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে ৷ এর আগে এক প্রার্থীকে দ্বিতীয়বার সুযোগ দেয়নি বিজেপি। টিকিট পেয়েই রাজু বিস্তা বলেন, "আমি নিশ্চিত ছিলাম যে আমাকে দ্বিতীয়বার প্রার্থী করা হবে। এবার পরম্পরা ভাঙতে চলেছে আগেই জানতাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানাই আমাকে প্রার্থী করার জন্য। আমি নিশ্চিত আবার জয়ী হয়ে পাহাড়বাসীকে আগামিদিনে সেবা করার সুযোগ পাবো।" রাজু বিস্তার আগে এই কেন্দ্রের প্রার্থী ছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ দ্বিতীয়বারের তাঁকে প্রার্থী করা হলেও দার্জিলিং নয় আসানসোল কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছিল ৷ এই আসনে দ্বিতীয়ার রাজু বিস্তাকে টিকিট দিয়ে তাঁর প্রতি ভরসা রাখতে দেখা গেল কেন্দ্রীয় নেতৃত্বকে।

দার্জিলিঙের এই আসনে বিজেপির প্রার্থীকে হবেন তা নিয়ে টানাপোড়েন ছিল। কর্মী সমর্থকদের পাশাপাশি গোটা রাজ্যের মানুষ তাকিয়ে ছিল সেই দিকে ৷ মূলত ওই আসনে প্রার্থী করার কথা ছিল প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে। সেইমতো প্রচারও শুরু করেছিলেন তিনি। শেষ মুহূর্তে তাঁকে প্রার্থী করার কথা আঁচ করতে পারলে বেঁকে বসে বিজেপির জোট শরিক জিএনএলএফ-সহ অন্যান্য রাজনৈতিক দল। রাজু বিস্তাকে প্রার্থী না-করা হলে নির্দল হিসেবে লড়াইয়ের কথা জানিয়েছিলেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নিরজ জিম্বা । আশঙ্কা ছিল এই কেন্দ্রে বিজেপির প্রার্থী পদে রাজু বিস্তা ছাড়া অন্য কাউকে প্রার্থী করা হলে পরাজয়ের ঝুঁকি থাকবে। তাই লোকসভা নির্বাচনে কোনওরমক ঝুঁকি নিতে চায়নি পদ্মশিবির ৷

আরও পড়ুন:

  1. রাজু বিস্তাকে টিকিট না-দিলে নির্দল হিসেবে লড়বেন, এবার বেসুরো পাহাড়ের বিজেপি বিধায়ক
  2. 100 টাকার বেশি নেপালি সামগ্রী কিনলেই কর! বৈঠক দার্জিলিংঙের সাংসদ রাজু বিস্তার
  3. বিদেশে প্রতারিত, অবশেষে ঘরে ফিরলেন ডুয়ার্সের যুবতী; সৌজন্যে বিদেশমন্ত্রী ও রাজু বিস্তা

ABOUT THE AUTHOR

...view details