পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দ্বিতীয় দিনেও উত্তপ্ত বিধানসভার অধিবেশন, নারী নির্যাতন নিয়ে শাসককে নিশানা বিজেপির - বিধানসভার অধিবেশন

Crime against Women: আজ, বুধবার বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন ৷ এ দিনও উত্তপ্ত হল বিধানসভা ৷ নারী নির্যাতনের অভিযোগ তুলে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হল প্রধান বিরোধী দল বিজেপি ৷

Assembly
Assembly

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 1:25 PM IST

Updated : Feb 7, 2024, 2:27 PM IST

নারী নির্যাতন নিয়ে শাসককে নিশানা বিজেপির

কলকাতা, 7 ফেব্রুয়ারি: বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে নারী নির্যাতনের ইস্যুতে আরও একবার উত্তপ্ত হল রাজ্য বিধানসভা ৷ বুধবার বিধানসভায় বিজেপি বিধায়ক অগ্রিমিত্রা পাল এবং মালতি রাভা রায়ের নেতৃত্বে ছয় বিজেপি বিধায়ক মুলতুবি প্রস্তাব জমা করেছিলেন । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব পেশ করতে দিলেও, তা নিয়ে আলোচনা করার অনুমতি দেননি । আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন ।

এ দিন এই ইস্যুতে বিধানসভার ভেতরে হইচই করতে শুরু করেন বিজেপি বিধায়কেরা । তার মধ্যেই চলতে থাকে বিধানসভার কার্যকাল । এই অবস্থায় 10 মিনিট চিৎকার চেঁচামেচি করার পর অধ্যক্ষ অধিবেশনের বিরতি ঘোষণা করেন । অধ্যক্ষের তরফ থেকে বিরতি ঘোষণা হলে বিজেপি বিধায়করা বিধানসভার সাউথ গেটের বাইরে এসে এই নিয়ে প্রতিক্রিয়া দেন । এ দিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন, মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে সুরক্ষিত নয় মেয়েদের সম্মান ।

বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এ রাজ্যের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি এবং মহিলা ও শিশুদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে যে এ দিন মুলতুবি প্রস্তাব জমা করা হবে আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই মতো এ দিন প্রশ্নোত্তর পর্বের শেষে ওই প্রস্তাব উত্থাপন করেন মালতী রাভা রায়, সুমিতা সিনহা, চন্দনা বাউরি, শিখা চট্টোপাধ্যায়, তাপস মণ্ডল, অগ্নিমিত্র পাল ।

এই ঘটনায় তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ান দাবি করেন । যদিও এ দিন বিধানসভায় ছিলেন না মুখ্যমন্ত্রী । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের এই প্রস্তাব পাঠ ছাড়া আর কোনও কিছুর অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত ‘পুলিশ মন্ত্রী ধিক্কার’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হইচই করতে শুরু করেন বিজেপি বিধায়কেরা । নিজের আসনে দাঁড়িয়েই সরব হন তাঁরা । কালো কাপড় ছিল তাঁদের হাতে ৷ সেটা নিয়েও তাঁরা চিৎকার করতে থাকেন ৷

দশ মিনিটেরও বেশি এই পরিস্থিতিতে চলতে থাকে সভার কাজকর্ম । এরপর বিরতি ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । ওই সময়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বিজেপি বিধায়করা বিধানসভার দক্ষিণ দিকের গেটে গিয়ে বিক্ষোভ দেখান ।

এরপর আলোচনার সুযোগ না দেওয়ার জন্য কড়া সমালোচনা করেন অগ্নিমিত্র পাল । তিনি বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন হচ্ছে শিশুদের ওপর আক্রমণ হচ্ছে বিধানসভাতেও আপনারা বলতে দেবেন না । তাহলে কিসের জন্য বিধানসভা রেখেছেন ? সব বন্ধ করে দিন ।’’ শাসকের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধেরও অভিযোগ করেছেন তিনি ।

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর-এর দাবি নিয়ে 9 ফেব্রুয়ারি রাজ্যপালের দ্বারস্থ হবে বিজেপি
  2. 'উস্কানিমূলক' কথা বলেছেন মমতা', মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের বিজেপির
  3. 100 দিনের কাজে লক্ষ-কোটির দুর্নীতির অভিযোগ, বিধানসভায় 'ক্যাগ' আলোচনার দাবিতে বিক্ষোভ বিজেপির
Last Updated : Feb 7, 2024, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details