কলকাতা, 26 জুলাই: ধর্ম নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতর ও বাইরে ৷ ফিরহাদের মন্তব্য নিয়ে মুলতুবি প্রস্তাব জমা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কিন্তু সেই প্রস্তাব ও তা নিয়ে আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ৷ এর পর গীতা হাতে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ৷ পরে বিধানসভার বাইরে এসেও এই নিয়ে সরব হন তাঁরা ৷ শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে বরখাস্ত করার দাবি তুলেছেন ৷
উল্লেখ্য, একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছিলেন, সেই ঘটনার উল্লেখ করে শুক্রবার রাজ্য বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যদিও এই নিয়ে মুলতবি প্রস্তাব ও আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এরপর অধ্যক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সরব হয় প্রধান বিরোধীদল বিজেপি । গীতা হাতে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি । এরপরেও বিধানসভার অধিবেশন চালিয়ে যান অধ্যক্ষ ।