মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য কৃষ্ণনগর, 12 মার্চ: "দেওয়াল দখল করে নিন ৷ মধু বা নিমপাতা দিয়ে হলেও ভোট করাতে হবে ৷ 100 শতাংশ প্রশাসনিক ব্যাকআপ পাবেন ৷ আমি কথা দিচ্ছি ৷" এমনই একটি অডিয়ো ভাইরাল হয়েছে (অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ৷ আর বিজেপির দাবি, এই অডিয়োর বক্তা কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ৷ তাই মঙ্গলবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপির রাজ্য মুখপাত্র রাজর্ষি লাহিড়ী ।
প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরবর্তীতে অভিযোগ জমা নেয় কোতোয়ালি থানার পুলিশ । মূলত দিনকয়েক আগে একটি অডিয়োয় শোনা যায় মহুয়া মৈত্র দলেরই কর্মীদের বলছেন দেওয়াল দখল করে নিন, নিম পাতা দিয়ে হলেও ভোট করাতে হবে । এই অডিয়ো ভাইরাল হওয়ার পরে শুরু হয় রাজনৈতিক তরজা ।
থানায় অভিযোগ জানায় বিজেপি ৷ তাঁদের দাবি, অডিয়োর বক্তা যদি সত্যিই মহুয়া মৈত্র হন তাহলে তাঁর প্রার্থীপদ বাতিল করা হোক ৷ তিনি যেন কোনও জায়গা থেকেই নির্বাচনে লড়তে না পারেন ৷ কারণ তাঁর এই বক্তব্যে স্পষ্ট হচ্ছে কীভাবে লোকসভা ভোটে সন্ত্রাস চালাবে তৃণমূল । যেখানে একজন মহিলা প্রার্থী তাঁর দলের কর্মীদের এই নির্দেশিকা দিচ্ছেন ।
এর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্বের আরও জানিয়েছে, পুলিশ প্রশাসন এই বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ না করলে অবিলম্বে তারা হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্তের দাবি জানাবে ৷ প্রয়োজন হলে সত্যতা যাচাইয়ের জন্য ভাইরাল হওয়া অডিয়োর নমুনা পরীক্ষা করতে হবে । যদি সত্যিই মহুয়া মৈত্র এই ধরনের মন্তব্য করে থাকেন তাহলে অবিলম্বে তার প্রার্থীপদ বাতিল করার আবেদন জানানো হবে । যদিও এই বিষয়ে কথা বলার জন্য মহুয়া মৈত্রর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেননি ।
এ বিষয়ে তৃণমূলের জৈব ও বিজ্ঞান প্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন,"হেরে যাওয়া শুধু বিজেপির সময়ের অপেক্ষা । তাই ওরা আতঙ্কে ভুগছে । বাজারে দুর্নাম ছড়ানোর জন্য নিজেরাই এগুলো তৈরি করে ভাইরাল করছে । এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ।"
আরও পড়ুন :
- সুভাষ-সুকান্তের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য, ভাইরাল অডিয়ো ক্লিপ; অভিযুক্ত পদ্মেরই বিধায়ক
- কমিশন চাইছেন সাংসদ দেব, প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্ক
- তৃণমূল ছাড়া অন্য দলের হোয়াটস অ্যাপ গ্রুপে থাকা যাবে না, ভাইরাল টিএমসিপি নেতার হুমকির অডিয়ো