পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাজলডোবায় জমি কেলেঙ্কারি! শ্বেতপত্র প্রকাশের দাবি বিজেপির শঙ্কর ঘোষের - Shankar Ghosh - SHANKAR GHOSH

Shankar Ghosh: গাজলডোবায় জমি কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ বিধানসভায় বিজেপির মুখ্য় সচেতক শঙ্কর ঘোষের ৷ এই নিয়ে শুক্রবার তিনি জলপাইগুড়ি জেলার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের সঙ্গে দেখা করতে যান ৷ ওই আধিকারিক না থাকায় দেখা হয়নি ৷ পরে এই নিয়ে রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ৷

Shankar Ghosh
বিধানসভায় বিজেপির মুখ্য় সচেতক শঙ্কর ঘোষ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 5:39 PM IST

Updated : Jul 19, 2024, 6:12 PM IST

জলপাইগুড়ি, 19 জুলাই: গাজলডোবায় জমি কেলেঙ্কারি হয়েছে, এই অভিযোগ তুলে তা নিয়ে রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি করলেন বিধানসভায় বিজেপির মুখ্য় সচেতক শঙ্কর ঘোষ ৷ এই নিয়ে জলপাইগুড়ি জেলা প্রশাসনের সঙ্গে শুক্রবার দেখা করতে এসে একাধিক অভিযোগ করেন তিনি ।

গাজলডোবায় জমি কেলেঙ্কারি! শ্বেতপত্র প্রকাশের দাবি বিজেপির শঙ্কর ঘোষের (ইটিভি ভারত)

তাঁর অভিযোগ, এখনও পর্যন্ত গাজলডোবা এলাকায় যে যে রিসর্ট ভেঙেছে, সেটা নিয়ে শুধুমাত্র আইওয়াস করা হচ্ছে ।তৃণমূল নেতাদের রিসর্টের প্রাচীর কেবল ভাঙা হয়েছে ৷ আর কিছুই করা হয়নি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে দফতরের দায়িত্বে আছেন, সেই সমস্ত দফতরে এখন দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে দাবি শঙ্কর ঘোষের । দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছেন শিলিগুড়ির বিধায়ক ।

এ দিন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ জলপাইগুড়ি জেলার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের সঙ্গে দেখা করতে আসেন । ওই আধিকারিক না থাকায় শঙ্কর ঘোষকে বসতে বলা হয় । কিন্তু প্রায় 50 মিনিট পর সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে শঙ্কর ঘোষকে জানানো হয় অতিরিক্ত জেলা শাসক ফিল্ড ভিজিটে বেরিয়েছেন, তিনি এখন দফতরে আসতে পারবেন না ৷ এর পরেই শঙ্কর ঘোষ সেখান থেকে চলে যান । শঙ্কর ঘোষ অভিযোগ করেন, ‘‘অতিরিক্ত জেলা শাসককে আমার সঙ্গে দেখা করতে না বলা হয়েছে, তাই 50 মিনিট অপেক্ষা করানোর পরেও তিনি এলেন না ৷’’

শঙ্কর ঘোষ আরও অভিযোগ করেন, ‘‘এই জমি কেলেঙ্কারিতে শুধু তৃণমূল নেতারা জড়িত নন, এর সঙ্গে ভূমি দফতরের আধিকারিকরাও জড়িত । সরকার তাঁদের বিরুদ্ধে অভিযোগ করুক । সরকার পরিবর্তনের পরে এই অধিকারিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের দখল করা জমির নির্মাণ ভেঙে দিচ্ছেন বলছেন ঠিকই ৷ কিন্তু সীমানা প্রাচীর ভাঙা হয়েছে । আর কিছুই করা হয়নি ।’’

তিনি বলেন, ‘‘গাজোলডোবায় কত জমি সরকারের আছে, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক সরকার । জমি কেলেঙ্কারিতে অনেক সরকারি অফিসার জড়িত । বিজেপি কর্মীর জমির কাগজ থাকা সত্ত্বেও তাদের গ্রেফতার করা হয়েছে ।’’

Last Updated : Jul 19, 2024, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details