পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রের সঙ্গে রাজ্য বাজেটের কোনও তুলনাই হয় না: শুভেন্দু - WB BUDGET 2025

কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রাজ্য বাজেটের 'তফাৎ' দেখালেন শুভেন্দু অধিকারী ৷ বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তোষণের রাজনীতি করছেন, রাজ্য কাশ্মীর হয়ে যাবে ৷"

WB BUDGET 2025
শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2025, 8:57 AM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রাজ্যের বাজেট একেবারে 'দিশাহীন' এমনটাই মনে করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আইসিসিআর প্রেক্ষাগৃহে বুধবার রাজ্য বাজেট পেশ হওয়ার পর 'বাজেট টক' আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাতে তিনি রাজ্যের এই বাজেটকে 'দিশাহীন' হিসেবে ব্যাখ্যা করেন।

গত 1 তারিখ পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর গতকাল, বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে অন্যতম উল্লেখযোগ্য বিষয় হল আগামী 1 এপ্রিল থেকে সরকারি কর্মচারীদের আরও 4 শতাংশ ডিএ বাড়তে চলেছে। এবার রাজ্যের দেওয়া ডিএ'র হার বেড়ে দাঁড়াল 18 শতাংশ।

রাজ্যের এই বাজেটকে 'দিশাহীন' হিসেবে ব্যাখ্যা করেন শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ছাড়া আর কিছু চেনেন না। সেটা আপনাদের থেকে আমি অনেক বেশ ভালো বুঝি ৷ কারণ আমি ওনার সহকর্মী ছিলাম। কেন্দ্রীয় বাজেটের ঠিক পরেই দিল্লিতে নির্বাচন হয়েছে আর নির্বাচনের ফল বলে দিয়েছে মোদি সরকারকে দিল্লির সমস্ত স্তরের মানুষ মেনে নিয়েছেন। কেন্দ্রীয় বাজেট জনমুখী বাজেট। কেন্দ্রীয় বাজেট 2025 সালকে মাথায় রেখে হয়নি, বরং 2047-এর বিকশিত ভারতকে সামনে রেখেই এই বাজেট তৈরি করা হয়েছে ।"

রাজ্য বাজেটের উপর 'বাজেট টক' (ইটিভি ভারত)

শুভেন্দুর আরও সংযোজন, "82 কোটি মানুষকে বছরের 2 লক্ষ কোটি টাকা খরচ করে মানুষকে চাল দেন। আয়ুষ্মান ভারতে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। স্বচ্ছ ভারত অভিযানে 14 হাজার টাকায় যে শৌচালয় তৈরি হয়েছে, তাতে 14 কোটি পরিবার উপকৃত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শৌচালয়ের টাকাও নিয়ে নেন। সারাদেশে মাত্র দু'টি রাজ্য আয়ুষ্মান ভারত নেই, এক দিল্লি আর অন্যটি পশ্চিমবঙ্গ। এবার দিল্লিকে নিয়ে আর সমস্যা নেই।"

একাধিক ক্ষেত্রে এই বাজেট যে 'দিশাহীন' সেকথা তুলে ধরলেন তিনি (ইটিভি ভারত)

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "ভারত সরকার রেলের পরীক্ষা ওড়িশায় নিয়ে গিয়েছে কারণ এখানে সেই পরীক্ষা হলে সেখানেও দুর্নীতি হবে ৷ কেন্দ্রীয় সরকারের বাজেটে কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন শিল্পায়নের কথা বলা হয়েছে ৷ কৃষকদের উন্নতির কথাও বলা হয়েছে বাজেটে। আমাদের রাজ্যে মেট্রো রেল প্রজেক্টের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দিচ্ছেন না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তোষণের রাজনীতি করছেন। রাজ্যে কাশ্মীর হয়ে যাবে ।"

বিজেপি নেতার মতে, "এক কথায় নরেন্দ্র মোদির দম আছে। আর রাজ্য যে বাজেট হল, তা দিশাহীন এবং লক্ষ্যহীন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঋণ বাড়িয়েছে। এই বাজেটের কর্মসংস্থানের কথা নেই। বিদ্যালয়গুলোতে আধুনিকীকরণ করার কোনও কথা নেই। রাজ্যে আইসিডিএস এবং আশাকর্মীরা সবচেয়ে কম টাকা পান। কেন্দ্রের বাজেটের সঙ্গে রাজ্যের বাজেটের কোনও তুলনাই হয় না।"

ABOUT THE AUTHOR

...view details