পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্তে লেখা পোস্টার! সুবিচারের আর্জি আরজি কর-কাণ্ডে - Kolkata Rape and Murder

Bjp leader writes poster with blood: আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে এবং দোষীদের শাস্তি চেয়ে রক্ত দিয়ে পোস্টার লিখলেন বিজেপি নেতা ৷

Bjp leader writes poster with blood
রক্ত দিয়ে পোস্টার লিখলেন বিজেপি নেতা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 10:53 PM IST

Updated : Sep 13, 2024, 11:04 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: নির্যাতিতার বিচার চেয়ে রক্ত দিয়ে পোস্টার লিখলেন বিজেপি নেতা ৷ আরজি কর কাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে নিজের রক্ত দিয়ে পোস্টার লিখলেন বিজেপি নেতা তথা দলের রাজ্য যুব মোর্চার সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খাঁ। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে এবং দোষীদের শাস্তি চেয়ে এদিন ধর্মতলার ওয়াই চ্যানেলে বিজেপির যে অবস্থান বিক্ষোভ চলছে তার 16 তম দিন শুক্রবার। আর এদিনই মঞ্চে নিজের রক্ত দিয়ে পোস্টার লিখলেন বিজেপি নেতা তথা যুব মোর্চার সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খাঁ।

রক্ত দিয়ে পোস্টার লিখলেন বিজেপি নেতা (ইটিভি ভারত)

প্রথমে সিরিঞ্জ দিয়ে ইন্দ্রনীল খাঁয়ের শরীর থেকে রক্ত নেওয়া হয় ৷ তারপরে তিনি সেই রক্ত দিয়ে পোস্টার লেখেন। এদিন ইন্দ্রনীল বলেন, "দেশবাসীর মতো বিজেপিও নির্যাতিতার বিচার চায়। আর কিছুই এখন চাইছে না মানুষ। যে বা যারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত সেই সব মানুষকে চিহ্নিত করে শাস্তি সুনিশ্চিত করতে হবে। আর ততদিন বিজেপির আন্দোলন চলবে। এই আন্দোলন বন্ধ হবে না। নির্যাতিতার রক্ত ব্যর্থ হবে না। রাজ্যের শাসক দল বিভিন্ন সময়ে এবং বিভিন্নভাবে তদন্ত এবং আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করেছে।"

তিনি আরও বলেন, "জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অপচেষ্টা বন্ধ করে বরং শাসক দল যদি দোষীদের চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন তাহলে সেটা অনেক বেশি উপযুক্ত কাজ হবে।" অন্যদিকে, সরকারের কাছে নিজেদের দাবি পেশ করেও কোনও সুরাহা হয়নি ৷ তাই এবার দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ নিজেদের পাঁচদফা দাবি তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ইমেল করেছেন বলে জানা গিয়েছে ৷

Last Updated : Sep 13, 2024, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details