পাণ্ডবেশ্বর, 28 এপ্রিল:বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । ঘটনা ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় পাণ্ডবেশ্বরে । এলাকায় সন্ত্রাসের আবহাওয়া তৈরি করছে তৃণমূল, এমন অভিযোগ তোলেন বিজেপি নেতার ।
13 মে আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ । প্রচারে ব্যস্ত শাসক-বিরোধী সব পক্ষই । প্রচারকে ঘিরে মাঝে মধ্যে ছড়াচ্ছে রাজনৈতিক উত্তেজনা । শনিবার এরকমই ঘটনা ঘটল পাণ্ডবেশ্বরে । শনিবার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের ডিভিসি পাড়াতে দলীয় প্রার্থীর সমর্থনের ভোট প্রচারে আসেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দিলীপ দে । কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি বাড়ি বাড়ি প্রচার করছিলেন । সেই সময় সেখানে উপস্থিত হয় কয়েকজন তৃণমূল কর্মী । ভোট প্রচারে দিলীপবাবু-সহ বিজেপি কর্মীদের তারা বাধা দেয় বলে অভিযোগ । উপস্থিত তৃণমূল কর্মীরা দিলীপবাবুকে প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন ? ভোটের সময় কেন এসেছেন ? 100 দিনের প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা কেন আটকে রেখেছেন ? আগে জবাব দিন ।