সন্দেশখালি, 10 এপ্রিল: প্রচারে বেরিয়ে আবারও অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র । তাঁকে হিঙ্গলগঞ্জের সান্ডেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সেখানেই চিকিৎসাধীন রয়েছেন পদ্মপ্রার্থী । সূত্রের খবর, শ্বাসকষ্ট থাকায় আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে রেখাকে । এছাড়াও উচ্চ রক্তচাপেরও সমস্যা রয়েছে । চিকিৎসকদের একাংশের অনুমান, রক্তচাপের সমস্যার ফলেই বারবার তিনি প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়ছেন।
বাংলায় এবার বিজেপির বড় ভরসা সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র । ভোটের বাক্স ভরাতে বিজেপির অন্যতম হাতিয়ার সন্দেশখালি ইস্যু ৷ তার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দের প্রার্থী রেখা । খোদ প্রধানমন্ত্রী নিজে তাঁকে ফোন করে পরামর্শ দিয়েছেন । তারপর থেকেই জোরকদমে প্রচার চালাচ্ছেন রেখাও । সেই প্রচারে ফের বাধ সাধল শারীরিক সমস্যা। জানা গিয়েছে, বুধবার সকালে হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তিনি । এলাকার লোকজনের সঙ্গে কথাও বলছিলেন ৷ তারপরেই হঠাৎ বসিরহাটের প্রার্থীর মাথা ঘুরে যায়। চোখে অন্ধকার দেখতে শুরু করেন । তড়িঘড়ি দলীয় কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান ।