কলকাতা, 9 জুলাই: রাত পোহালেই উপনির্বাচন ৷ তার আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের দাবির পালটা দাবি করলেন মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ৷ তিনি দাবি করেন যে, কুণাল ঘোষের কথা মতোই তিনি তৃণমূল নেতাকে ফোন করেছিলেন ৷
মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে (ইটিভি ভারত) কল্যাণ চৌবে আরও দাবি করেন, বিজেপি প্রার্থী হিসেবে বাকিদের কাছে যেভাবে তাঁকে ভোট দিয়ে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন ৷ কুণাল ঘোষকেও একই সৌজন্যবোধ থেকে তিনি ফোন করেছিলেন ৷ মঙ্গলবার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে সাংবাদিকদের বলেন, "আমি একজন প্রার্থী হিসেবে তাঁকে প্রস্তাব দিয়েছিলাম, যেমন অন্যদেরকেও জানিয়েছিলাম ৷"
মঙ্গলবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন কুণাল ঘোষ । তাঁর অভিযোগ, কল্যাণ চৌবে ভোটে সাহায্য করার বিনিময়ে তাঁকে বিশেষ সুবিধে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ৷ তৃণমূলে অন্তর্ঘাত করে বিজেপি প্রার্থীকে সাহায্য করতে বলা হয়েছে কুণালকে ৷ আর তার বিনিময়ে কল্যাণ চৌবে তৃণমূল নেতা কুণাল ঘোষকে খেলায় রাজ্য বা জাতীয় স্তরে বড় কোনও পদে ব্যবস্থা করে দেবেন বলে প্রস্তাব দিয়েছেন ৷
কুণাল বলেন, "কল্যাণ চৌবে সাধনবাবুর কাছে কল্যাণ হেরেছে ৷ এবার উপনির্বাচনে প্রার্থী হয়েছেন ৷ প্রচার শেষে বুঝতে পেরেছেন যে তিনি হারবেন ৷ তাই মধ্যরাতে ফোন করে দলের সঙ্গে অন্তর্ঘাতের প্রস্তাব দিচ্ছেন ৷ কণ্ঠস্বর অস্বীকার করলে সিবিআইয়ের দ্বারস্থ হব ৷ 7 জুলাই রাত 11.30 মিনিটে ফোন করেন কল্যাণ ৷ তাঁর সঙ্গে কাজ করলে ক্রীড়াক্ষেত্রে রাজ্য বা জাতীয় ক্ষেত্রে বড় পদ পাইয়ে দেওয়া হবে ৷"