ঘাটাল, 4 জুন: ঘাটাল ভোট গণনা কেন্দ্রে অপরিচিত লোক এবং অস্থায়ী কর্মীরা রয়েছে ৷ সোমবার গভীর রাতে এই অভিযোগ পেয়ে গণনা কেন্দ্রে পৌঁছলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । কেন্দ্রে এসে ক্ষোভ প্রকাশ করলেন ঘাটালের এই বিজেপি প্রার্থী । ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধেও ।
গণনাকেন্দ্রে বহিরাগত ! অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ঘাটালের বিজেপি প্রার্থী - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024
Hiranmoy Chatterjee: গণনা কেন্দ্রে বহিরাগত ৷ এই অভিযোগ পেয়ে সেখানে পৌঁছলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ ভোট গণনার কয়েক ঘণ্টা আগে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ঘাটালে ৷
Published : Jun 4, 2024, 8:16 AM IST
গত 1 জুন নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে দেশজুড়ে ৷ ভোটপর্ব মিটেছে রাজ্যেও ৷ ফলাফল জানা যাবে মঙ্গলবার ৷ গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই গভীর রাতে ঘাটাল গণনা কেন্দ্রে এসে অপরিচিতদের কেন্দ্রে প্রবেশ নিয়ে সোচ্চার হলেন হিরণ চট্টোপাধ্যায় । সোমবার রাতে বহিরাগতদের কেন্দ্রের আশেপাশে ঘোরাঘুরির অভিযোগ যায় হিরণের কাছে ৷ সেই অভিযোগ পেয়েই দলের এজেন্টকে সঙ্গে নিয়ে গণনা কেন্দ্রে ছুটে আসেন হিরণ চট্টোপাধ্যায় ৷ তিনি এসে সেই ভিডিও তোলেন এবং প্রতিবাদ করেন । অভিযোগ করেন, অস্থায়ী কর্মীদের রাখা হয়েছে সেন্টারে । কমিশনের নির্দেশিকা থাকা সত্ত্বেও গণনা কেন্দ্রে বহিরাগতরা কীভাবে থাকতে পারে, সেই প্রশ্ন তোলেন তিনি ।
সেই সঙ্গে, গভীর রাত পর্যন্ত কেন ঘাটালের কলেজের ক্যান্টিন খোলা, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । যদিও এই নিয়ে উত্তর দিতে পারেনি সংশ্লিষ্ট আধিকারিকরা । খবর পেয়ে কেন্দ্রে এসে পৌঁছন ঘাটালের সদর মহকুমা শাসক এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুমন বিশ্বাস । তাদের সামনেও অভিযোগ করেন তিনি ৷ ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে ৷