পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের আগেই শুরু মারামারি, দিনহাটায় তৃণমূলের উপর বিজেপির 'হামলা'; আহত 2 - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

First Phase Poll in Cooch Behar: আর মাত্র কয়েকঘণ্টা ৷ তারপরই প্রথম দফার ভোটগ্রহণ শুরু ৷ শুক্রবার উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে নির্বাচন ৷ ভোটগ্রহণের আগের রাতে অশান্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা ৷ অভিযোগ,তৃণমূল কর্মীদের উপর হামলা করেছে বিজেপি ৷ আহত হয়েছেন 2 জন ৷

First Phase Poll in Cooch Behar
First Phase Poll in Cooch Behar

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 9:36 PM IST

Updated : Apr 18, 2024, 9:56 PM IST

First Phase Poll in Cooch Behar

দিনহাটা, 18 এপ্রিল:গত বিধানসভা ভোটে শীতলকুচি কাণ্ড থেকে শিক্ষা নিয়ে লোকসভা ভোটে স্বাভাবিকভাবেই কোচবিহারে বাড়তি নজর নির্বাচন কমিশনের। তারপরও অন্য জেলার মতোই কোচবিহার থেকেও অশান্তির খবর আসতে শুরু করেছে। লোকসভা নির্বাচনের ঠিক আগের রাতে কোচবিহারের দিনহাটা অশান্ত হয়ে উঠল ৷ দিনহাটার 1 নম্বর ব্লকের গোসানিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নলধন্দ্রা গ্রামে দুই তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

আহত তৃণমূল কর্মীদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, তৃণমূল কর্মীরা যখন বৃহস্পতিবার সন্ধ্যায় দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন সেসময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হাঁসুয়া দিয়ে তাঁদের কোপাতে থাকে। ওই দু'জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবরে পেয়ে হাসপাতালে তড়িঘড়ি পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন বলেন, "তৃণমূল নিজেরা গণ্ডগোল করে বিজেপির উপর দোষ চাপাচ্ছে।" এর আগে, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক রাস্তার মধ্যে জড়িয়েছিলেন হাতাহাতিতে ৷ সেই দৃশ্য নিমেষের মধ্যে ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায় ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দুই মন্ত্রীকে দেখা গিয়েছিল দু'জনই উভয়ের দিকে তেড়ে আসতে ৷ একদিকে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, অন্যদিকে উদয়ন গুহ, দুজনই অশান্তির জন্য একে অপরকে দুষছেন।

পাশাপাশি ভোটের দিন উদয়নের গতিবিধির উপরও রাশ টেনেছে কমিশন। সূত্রের খবর, ভোট শুরু হওয়া থেকে শেষ না হওয়া পর্যন্ত নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটার বাইরে যেতে পারবেন না রাজ্য় মন্ত্রিসভার এই সদস্য। উল্লেখ্য, এদিন সকালে অশান্তির ঘটনা ঘটেছে রানাঘাটেও। এলাকার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গাড়ি ভাঙচুর করা হয় ৷ পুকুর লিজ দেওয়া নিয়ে এক গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়ান রানাঘাটের বিদায়ী সাংসদ ৷ তারপরই চলে ভাঙচুর ।

আরও পড়ুন:

  1. ফের উত্তপ্ত নন্দীগ্রাম! আগুনে পুড়ে ছাই বিজেপি পার্টি অফিস, অভিযুক্ত তৃণমূল
  2. পদ্ম ছেড়ে জোড়াফুলে পাড়ি, কোন 'দলবদলু'দের পুরস্কার দিল তৃণমূল
  3. হুগলিতে 'দিদি নম্বর ওয়ান', বিষ্ণুপুরে 'প্রাক্তন'; লোকসভায় সেয়ানে সেয়ানে কোলাকুলি
Last Updated : Apr 18, 2024, 9:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details