দার্জিলিং, 23 এপ্রিল: দার্জিলিং কেন্দ্রে বিজেপির অস্বস্তির কারণ যদি পদ্মশিবির ছেড়ে ভোটে লড়া বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা হন তাহলে শেষবেলার স্বস্তির নাম বিনয় তামাং। নির্বাচনে বিজেপির রাজু বিস্তাকে সমর্থন জানাবেন বিনং তামাং ৷ একটি ভিডিয়ো বার্তায় তিনি নিজে এই কথা ঘোষণা করেছেন ৷ আসন্ন লোকসভা ভোটে দার্জিলিং থেকে বিজেপির প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন জানানোর বার্তাও দিয়েছেন ৷ এই ভিডিয়ো বার্তা প্রকাশ্যে আসার পরই তাঁকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী তাঁকে বহিষ্কার করলেন।
আগামী শুক্রবার, 26 এপ্রিল এই কেন্দ্রে ভোট ৷ ভিডিয়োয় তিনি বলেন, "আমার ভাই-বোনেদের কাছে আমার বিনীত আবেদন, আমি দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী রাজু বিস্তাকে সমর্থন জানাচ্ছি ৷ দার্জিলিংয়ের পাহাড়, তরাইয়ে শিলিগুড়ি এবং ডুয়ার্সকে সাংবিধানিক সুরক্ষা এবং ন্যায় বিচার দিতে আমরা তাঁর পাশে রয়েছি ৷"
রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার আগে থেকেই দার্জিলিং লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে রয়েছে ৷ 2009 সালে বিজেপি প্রার্থী যশবন্ত সিং সিপিএমের জীবেশ সরকারকে পরাজিত করে এই কেন্দ্রে প্রথম পদ্মফুল ফোটান ৷ এরপর 2014 সালে এই কেন্দ্রেই জয়ী হন বিজেপির এসএস আলুওয়ালিয়া ৷ 2019 সালেও সেই ট্রেন্ড ধরে রাখে দার্জিলিং ৷ এবার তৃণমূলের অমর সিং রাইকে হারিয়ে দার্জিলিংকে বিজেপির আরও শক্তিশালী ঘাঁটি করেন রাজু বিস্তা ৷ এবারেও তাঁকেই প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি ৷ এদিকে লোকসভায় টিকিট না-পেয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ তিনি কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক ৷ তবে চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী হতে না-পেরে এই দার্জিলিং থেকেই তিনি নির্দল প্রার্থী হয়েছেন ৷ ভোট ঘিরে মন ভালো নেই বিনয়েরও। নির্বাচনের আগে আগে কংগ্রেসে যোগ দিয়েও প্রার্থী হতে না পেরে সরাসরি বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করলেন তিনি । এবার তাঁর বিরুদ্ধে কংগ্রেস কোনও ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুন:
- পাহাড়ের সমীকরণ বদলাতে মরিয়া তৃণমূল, দার্জিলিংয়ে ফের পদ্ম ফোটাতে বদ্ধপরিকর বিজেপি
- রাজু বিস্তা দুর্নীতিগ্রস্ত ! পাহাড় সমস্যা নিয়ে বিজেপিকে নিশানা বিষ্ণুপ্রসাদ শর্মার