কলকাতা, 18 মার্চ:গার্ডেনরিচের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও কলকাতা পৌরনিগমের কড়া সমালোচনা করলেন প্রবীণ সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনা নিয়ে ফিরহাদ হাকিম বামেদের কাঠগড়ায় তোলায়, তাঁকেও পালটা জবাব দিয়েছেন বিকাশরঞ্জন ৷
তাঁর অভিযোগ, "শুধু গার্ডেনরিচ নয়, কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় জলাভূমি দখল করে এই রকম বেআইনি নির্মাণ হচ্ছে । কিছুদিন আগে কলকাতার এক জায়গায় ফুটপাথ দখল করে বেআইনি নির্মাণ হচ্ছিল । এলাকার মানুষ কলকাতা হাইকোর্টে মামলা করতেই সেই নির্মাণ বন্ধ করা হয় । এই সমস্ত কিছুর মাথা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যাঁর প্রাথমিক কাজই হচ্ছে দুর্নীতিকে লালন পালন করা । মানুষ যদি এখন সচেতন না-হয়, তাহলে এই রকম ছেলে ভুলানো কথায় ভুগতে হবে ।"
গার্ডেনরিচের ঘটনার সাফাই দিতে গিয়ে এ দিন মেয়র বলেন যে, ইঞ্জিনিয়াররা পৌরসভার কর্মী নন । সে ব্যাপারে বিকাশরঞ্জনের প্রতিক্রিয়া, তাহলে কারা পৌরসভার কর্মচারী ? এর জন্য স্থানীয় কাউন্সিলররা কত টাকা কাটমানি খেয়েছে সেটা খতিয়ে দেখা হোক বলে উল্লেখ করেন তিনি ৷ বিকাশরঞ্জনের কথায়, "ইঞ্জিনিয়াররা পৌরসভার কর্মী নন ? এটা কি মেয়রের কথা ? যদি নাই হন, ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে পৌরসভা ?" এই নিয়ে পৌরসভার ইঞ্জিনিয়ারদেরও সরব হতে আর্জি জানিয়েছেন আইনজীবী । কারণ তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে । এইভাবে তাঁরা কাজ করবেন কীভাবে, সেই প্রশ্নও তোলেন সিপিএম নেতা ৷