রামপুরহাট, 22 অগস্ট: স্বামীর খুনিদের চিনতেই পারলেন না নিহত তৃণমূল নেতা ভাদু শেখের স্ত্রী টেবিলা বিবি । এমনকী খুনের ঘটনা একদিন পর জানতে পারেন বলে বিচারককে জানান তিনি । স্বামী কীসের ব্যবসা করতেন তাও নাকি জানতেন না টেবিলা ।
ভাদু শেখ খুনে সাক্ষ্য গ্রহণ চলছে আদালতে (ইটিভি ভারত) বুধবার রামপুরহাট আদালতে ভাদু শেখ খুনে সাক্ষ্য দিতে এসেছিলেন স্ত্রী টেবিলা বিবি ৷ সিবিআইয়ের অভিযোগ, বিচারকের সামনে তদন্তকারী সংস্থার কাছে জিজ্ঞাসাবাদে বলা কথাগুলো অস্বীকার করেন তিনি এবং একের পর এক নয়া দাবি করেন ভাদু শেখের স্ত্রী ৷ তবে খুনের রাতের সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা স্বীকার করেছেন ব্যবসায়ী সূর্য তিওয়ারি । তিনিও ওই মামালার সাক্ষী ৷ সিবিআই পক্ষের আইনজীবীর দাবি, দুই পক্ষের সমঝোতা হয়ে গিয়েছে ৷ চাকরি পেয়ে বয়ান বদল শুরু হয়েছে ৷
সিবিআই আইনজীবী পার্থ তপস্রী বলেন, "ঘটনার পর আমরা টেবিলা বিবিকে সিসিটিভির ফুটেজ দেখিয়েছিলাম । তিনি সবাইকে চিনতে পেরেছিলেন । প্রত্যেকের নামও বলেছিলেন । কিন্তু আদালতে দাঁড়িয়ে বলেছেন, অভিযুক্তদের কাউকে তিনি চেনেন না । এমনকী তিনি খুনের খবর একদিন পরে জেনেছিলেন বলে আদালতকে জানিয়েছেন ৷ দুই পক্ষের মধ্যে সমঝোতা করে নিয়েছে । তাঁরা চাকরি পেয়ে গিয়েছেন । ফলে বিচার চেয়ে যারা আন্দোলন করেছিলেন তারাই আজ বয়ান বদলে দিচ্ছেন । তবে আমরা ন্যায্যবিচার দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাব ।"
প্রসঙ্গত, 2022 সালের 21 মার্চ রাত সাড়ে 8টা নাগাদ 14 নম্বর জাতীয় সড়কের ধারে বগটুই মোড়ে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ভাদু শেখকে । খুনের পরেই এলাকায় উত্তেজনা ছড়ায় । ভাদু শেখের সমর্থকেরা গ্রামে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ । আগুনে পুড়ে মৃত্যু হয় এক নাবালিকা-সহ মোট 10 জনের । প্রথমে খুনের তদন্ত শুরু করে সিট । পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে ।
তদন্তে নেমে প্রথমেই সিবিআই গ্রেফতার করে তৃণমূলের রামপুরহাট 1 নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনকে । দু'বছর ধরে চলে তদন্ত ৷ ধীরে ধীরে তদন্তের জাল গুটিয়ে আনে সিবিআই । 12 অগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ । এখনও পর্যন্ত 6 জন মূল সাক্ষী তাঁদের বয়ান বদল করেছেন বলে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন । বুধবার নিহত ভাদু শেখের স্ত্রীও বয়ন বদল করায় মামলার ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে । অভিযুক্তদের পক্ষের আইনজীবি রঞ্জিত গঙ্গোপাধ্যায়ের কথায়,"ভাদুর শেখের স্ত্রীর সিবিআইয়ের কাছে দেওয়া বয়ানের বাইরেও অনেক কথা আদালতে বলেছেন ৷ সিবিআই সব শিখিয়ে দিয়েছে ৷ তাই টেবিলা বিবি ওই কথাগুলো বলেছেন ৷ সেগুলির বিরুদ্ধে আমাদের বক্তব্য আদালতে জানিয়েছি ৷"