পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 7:25 PM IST

ETV Bharat / state

শারীরিক অবস্থার অবনতি, আদালতে জামিনের আবেদন জ্যোতিপ্রিয়র আইনজীবীর - Bengal Ration Scam

Ration Scam in Bengal: রেশন দুর্নীতি কাণ্ডে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না ৷ এই পরিস্থিতিতে আদালতে জামিনের আবেদন জানালেন তাঁর আইনজীবী ৷

Ration Scam in Bengal
জ্যোতিপ্রিয় মল্লিক (নিজস্ব চিত্র)

কলকাতা, 3 মে: দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৷ এইমস হাসপাতালে চিকিৎসকদের উপরেই রয়েছে ভরসা ৷ শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে এমনই দাবি জানানো হয়েছে জ্যোতিপ্রিয়র আইনজীবীর তরফে ৷ পাশাপাশি করা হয়েছে জামিনের আবেদনও ৷

রাজ্যে রেশন দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এদিন ব্যাঙ্কশাল আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী তাঁর শারীরিক সমস্যার কথা তুলে ধরেন ৷ জানানো হয়, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার দিনের পর দিন অবনতি হচ্ছে। এ ক্ষেত্রে প্রয়োজনে এইমস হাসপাতালের চিকিৎসকদের উপরেই ভরসা রাখা যায় ৷ আবেদন জানানো হয়, এইমস হাসপাতালেই জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা হোক। পাশাপাশি, এদিন তাঁর জামিনের আবেদনও জানানো হয়।

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর তরফে করা জামিনের আবেদনের প্রেক্ষিতে ইডির আইনজীবীর দাবি, এইমস হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আগে অবশ্যই জেল হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো রয়েছে কি না, তা খতিয়ে দেখা অত্যন্ত প্রয়োজন। সূত্রে খবর, এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

রাজ্যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বরগুনার ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে। বাকিবুর রহমানের সঙ্গে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোটি কোটি টাকার লেনদেনের কথা জানতে পারে ইডি। সেই মতোই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালান ৷ তারপরেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয় ৷ গ্রেফতারির পর থেকেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার অবনতির কথা একাধিকবার আদালতে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। মামলার পরবর্তী শুনানিতে এই জামিনের আবেদন মঞ্জুর হয় কি না, সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details