বোলপুর, 22 অগস্ট: সংশোধনাগারের বন্দিদের তৈরি হস্তশিল্প সামগ্রী বিক্রি হবে মঞ্জুষা ও বিশ্ববাংলা হাটে । এছাড়া, সিউড়ি সংশোধনাগারের বন্দিদের তৈরি মোরব্বা দিয়ে মুখ্যমন্ত্রীর পরিকল্পিত 'মোরব্বা হাব' শুরু করা হবে ৷ বৃহস্পতিবার ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ অর্থাৎ, পৃথক দুটি দফতরের সমন্বয় ঘটিয়ে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে । এতে সুবিধা হবে সংশোধনাগারে বন্দি শিল্পীদেরও ৷
ইটিভি ভারতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার একান্ত সাক্ষাৎকার (ইটিভি ভারত) 2021 থাকে রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী পদে রয়েছেন চন্দ্রনাথ সিংহ ৷ তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তিনি ৷ গরুপাচার ও আর্থিক তছরূপের মামলায় অনুব্রত মণ্ডল সিবিআই ও ইডির হাতে গ্রেফতারের পর এই বীরভূম জেলা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা ছিল মন্ত্রী চন্দ্রনাথের উপরেই ৷ তাঁকে নিয়ে কোর কমিটি গঠন করে জেলার সাংগঠনিক কাজ চলছে ।
প্রসঙ্গত, 3 অগস্ট তাজপুরে জবর দখল উচ্ছেদ চলাকালীন বন দফতরের মহিলা অফিসারকে হুমকি দেওয়ায় কারামন্ত্রীর পদ খোয়াতে হয় অখিল গিরিকে ৷ 9 অগস্ট সেই দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহাকে ৷ অর্থাৎ, বর্তমানে তিনি দুটি দফতরের পূর্ণমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ৷
এদিন, বোলপুরের বাড়িতে বসে ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, সংশোধনাগারে বন্দিদের তৈরি হস্তশিল্প সামগ্রী ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প দফতরের অন্তর্গত মঞ্জুষা, বিশ্ব বাংলা হাটের মাধ্যমে বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছে । তাতে দুটি দফতরই সমানভাবে লাভবান হবে । পাশাপাশি, বন্দিরাও উপার্জন করে উপকৃত হবে ৷ মহিলা বন্দিদের বেশি সংখ্যায় এই কাজে নিয়োজিত করা হবে ৷ ইতিমধ্যেই এই মর্মে মন্ত্রী সংশ্লিষ্ট দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ও এডিজি কারা সঙ্গে কথাও বলেছেন ৷ প্রাথমিক পর্যায়ে আরও ঠিক হয়েছে, সিউড়ি সংশোধনাগারের বন্দিদের তৈরি মোরব্বা সিউড়ির মোরব্বা হাবে বিক্রি হবে ।
উল্লেখ্য, প্রশাসনিক বৈঠকে সিউড়িতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোরব্বা হাব তৈরি করার কথা ঘোষণা করে গিয়েছিলেন ৷ সেই হাব তৈরি করে সেখানে বন্দিদের তৈরি মোরব্বা বিক্রির পরিকল্পনা নিয়েছে কারা দফতর ৷ অর্থাৎ, দুটি ভিন্ন দফতর যেহেতু একই মন্ত্রীর তত্ত্বাবধানে, তাই দুটি দফতরের সমন্বয় ঘটিয়ে অভিনব প্রচেষ্টা করার প্রয়াস নেওয়া হচ্ছে ৷
মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কথায়, "মুখ্যমন্ত্রী ভরসা রেখেছেন । তাই দুটি দফতরকে চালাতে বেশ কিছু প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে । সংশোধনাগারে নানা রকম ট্রেনিং হয় ৷ হাতের কাজ করে ওরা । কিন্তু বাজার পায় না ৷ তাই তাদের তৈরি সামগ্রী এবার ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প দফতরের অধীনে থাকা বাজারে বিক্রি হবে । মোরব্বা হাব করা মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ৷ সেটাও আমরা বন্দিদের দিয়েই করাব । প্রিন্সিপাল সেক্রেটারি ও এডিজি কারার সঙ্গে আমার কথা হয়েছে । আরও বেশ কয়েকটি বৈঠক করতে হবে ৷ এছাড়া, জেলে অনেক অভিযোগ আছে, সেগুলোও দেখতে হবে ৷ সেই বিষয়েও কথা বলব ।"