হুগলি, 4 জুন: গণনার দিন ভাগ্যের উপরেই সব ছেড়ে দিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায় ৷ এইচআইটি কলেজে ভোট গণনা কেন্দ্রে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ পৌঁছে যান রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়েছেন, কপালে যা আছে তাই হবে ৷ তবে জনাদেশ যাই হোক তিনি মেনে নিতে রাজি আছেন বলেও সাফ জানিয়েছেন রচনা ৷
'বিশ্বাস আছে তৃণমূল জিতবে', গণনাকেন্দ্রে দাঁড়িয়ে বললেন রচনা - lok sabha election results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024
Rachna Banerjee: গণনা কেন্দ্রে প্রবেশের আগে এদিন রচনা বলেন, "রাতে ভালো ঘুম হয়েছে। টেনশন নেই তবে এতদিনের পরিশ্রম চিন্তা তো থাকবেই। তৃণমূল জিতবে আমি বিশ্বাস করি।"
Published : Jun 4, 2024, 9:38 AM IST
গণনা কেন্দ্রে প্রবেশের আগে এদিন রচনা বলেন, "রাতে ভালো ঘুম হয়েছে। টেনশন নেই তবে এতদিনের পরিশ্রম চিন্তা তো থাকবেই। তৃণমূল জিতবে আমি বিশ্বাস করি।" নিজের জয়ের ব্যাপরারেও আত্মবিশ্বাসী রচনা ৷ সেই সঙ্গে, তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়কেও শুভেচ্ছা জানিয়েছেন রচনা ৷ তিনি বলেন, "জয় নিশ্চিত ৷ তবে কপালে যা আছে তাই হবে ৷" এরই পাশাপাশি লকেট সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "এখনও ও (লকেট চট্টোপাধ্যায়) আমার বন্ধু আছে ৷ শুভেচ্ছা বার্তা উনি আমাকে জানিয়েছে, আমিও ওকে জানিয়েছি ৷"
তবে জিতে গেলে সবকিছু সামলে চলতে পারবে কি না, সে বিষয়ে রচনা বলেন, "আমি ব্য়ালান্স করে চলতে পারি ৷ আগামিদিনেও ব্যালান্স করে চলব ৷ চাইলে সব করা যায় ৷ দু'টো কাজ একসঙ্গে করা যায় ৷ হারি-জিতি যাই হোক আমি খুশি আনন্দে থাকব ৷ মমতাদি বললে আমি নিশ্চয়ই হুগলিতে আসব ৷ আমি সবাইকে শুভেচ্ছা জানাব। প্রচুর দই, মিষ্টি, ভাত খাওয়া হয়েছে এবার ডায়েট করতে হবে।" এদিন সকাল আটটা থেকে গণনা শুরু হতেই দেখা গিয়েছে অনেকটাই এগিয়ে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্য়ায় ৷