পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'বিশ্বাস আছে তৃণমূল জিতবে', গণনাকেন্দ্রে দাঁড়িয়ে বললেন রচনা - lok sabha election results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Rachna Banerjee: গণনা কেন্দ্রে প্রবেশের আগে এদিন রচনা বলেন, "রাতে ভালো ঘুম হয়েছে। টেনশন নেই তবে এতদিনের পরিশ্রম চিন্তা তো থাকবেই। তৃণমূল জিতবে আমি বিশ্বাস করি।"

Rachna Banerjee
রচনা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 9:38 AM IST

হুগলি, 4 জুন: গণনার দিন ভাগ্যের উপরেই সব ছেড়ে দিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায় ৷ এইচআইটি কলেজে ভোট গণনা কেন্দ্রে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ পৌঁছে যান রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়েছেন, কপালে যা আছে তাই হবে ৷ তবে জনাদেশ যাই হোক তিনি মেনে নিতে রাজি আছেন বলেও সাফ জানিয়েছেন রচনা ৷

রচনা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ভিডিয়ো)

গণনা কেন্দ্রে প্রবেশের আগে এদিন রচনা বলেন, "রাতে ভালো ঘুম হয়েছে। টেনশন নেই তবে এতদিনের পরিশ্রম চিন্তা তো থাকবেই। তৃণমূল জিতবে আমি বিশ্বাস করি।" নিজের জয়ের ব্যাপরারেও আত্মবিশ্বাসী রচনা ৷ সেই সঙ্গে, তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়কেও শুভেচ্ছা জানিয়েছেন রচনা ৷ তিনি বলেন, "জয় নিশ্চিত ৷ তবে কপালে যা আছে তাই হবে ৷" এরই পাশাপাশি লকেট সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "এখনও ও (লকেট চট্টোপাধ্যায়) আমার বন্ধু আছে ৷ শুভেচ্ছা বার্তা উনি আমাকে জানিয়েছে, আমিও ওকে জানিয়েছি ৷"

তবে জিতে গেলে সবকিছু সামলে চলতে পারবে কি না, সে বিষয়ে রচনা বলেন, "আমি ব্য়ালান্স করে চলতে পারি ৷ আগামিদিনেও ব্যালান্স করে চলব ৷ চাইলে সব করা যায় ৷ দু'টো কাজ একসঙ্গে করা যায় ৷ হারি-জিতি যাই হোক আমি খুশি আনন্দে থাকব ৷ মমতাদি বললে আমি নিশ্চয়ই হুগলিতে আসব ৷ আমি সবাইকে শুভেচ্ছা জানাব। প্রচুর দই, মিষ্টি, ভাত খাওয়া হয়েছে এবার ডায়েট করতে হবে।" এদিন সকাল আটটা থেকে গণনা শুরু হতেই দেখা গিয়েছে অনেকটাই এগিয়ে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্য়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details