পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চারমাস বন্ধ থাকবে বারাসত উড়ালপুল ! কোন বিকল্প পথে যাতায়াত ?

আগামী 4 মাস বন্ধ থাকবে বারাসাত উড়ালপুল ৷ সংস্কারের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷

BARASAT FLYOVER
বন্ধ থাকবে বারাসত উড়ালপুল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 8:27 AM IST

বারাসত, 29 নভেম্বর: আগামী 6 ডিসেম্বর থেকে টানা চার মাস বন্ধ থাকবে বারাসত উড়ালপুল । সংস্কারের কাজের জন্য জেলা প্রশাসন, পূর্ত দফতর ও বারাসত পুরসভা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে । প্রশাসন সূত্রে খবর, তবে উড়ালপুল পুরোপুরি বন্ধ থাকছে না । সপ্তাহের শেষ দু'দিন অর্থাৎ শনি ও রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি । বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মে চলাচল করবে যানবাহন । তবে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে ।

যশোর রোড ও 34 নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসত উড়ালপুলটি ব্যবহৃত হয়ে আসছে । চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে এই উড়ালপুলের মাধ্য়মে সংযোগ স্থাপন করা হয়েছে । সম্প্রতি, পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দেন । বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম দোলতলা পুলিশ লাইনে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা, বারাসত ও মধ্যমগ্রামের পুরসভার পুরপ্রধান, বাস, ট্রাক, অটো ইউনিয়নের প্রতিনিধিরা একটি বৈঠক করেন ৷ এরপর সংস্কারের কাজে সেতুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

বিকল্প কী ভাবছে প্রশাসন ? (ইটিভি ভারত)

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় শনিবার সংস্কারের কাজ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে প্রশাসন । পূর্ত দফতরের বারাসত ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রতাপ পুরকায়েত বলেন, "বারাসতের উড়ালপুলটির সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে । আগামী 6 ডিসেম্বর থেকে তাই সংস্কারের জন্য উড়ালপুলটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তার জন্য সেতুর উপর দিয়ে সপ্তাহের শেষে যান চলাচল বন্ধ রাখা হবে ।"

জেলা প্রশাসন সূত্রে খবর, বারাসত রেল স্টেশন সংলগ্ন 12 নম্বর রেলগেটের উপর দিয়ে উড়ালপুলটি গিয়েছে । 32টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে এই সেতু । প্রত্যেকটি স্তম্ভের সঙ্গে বিয়ারিং রয়েছে । মূলত সেই বিয়ারিংগুলোই সংস্কার করা হবে । সংস্কারের সময় যান চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি সেতুর নীচে হকারদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

উড়াপুলের উপর দিয়ে ব‍্যারাকপুর, জাগুলিয়া ও নৈহাটি রুটের বাস চলাচল করে । সংস্কারের সময় ওই তিন রুটের বাস বারাসতের হেলাবটতলা থেকে ঘুরিয়ে দেওয়া হবে । পণ্যবাহী ট্রাকগুলিকে টাকি রোডের কাঁচকল মোড় থেকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । সেই সঙ্গে, যশোর রোডের যানবাহনগুলিকে অশোকনগরের বিল্ডিং মোড় থেকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । দমদম বিমানবন্দরের পণ্যবাহী ট্রাকগুলিতে সোদপুর রোড ধরে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে প্রশাসনিক বৈঠকে ।

এই বিষয়ে বারাসতের ডিএসপি (ট্রাফিক) অলোকরঞ্জন মুন্সি বলেন, "সেতুটির সংস্কারের জন্য গাড়ি চালক থেকে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে লিফলেট প্রচার করা হবে । সেই সঙ্গে প্রচার চলবে মাইকেও ।" বিষয়টি নিয়ে বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, "উড়ালপুলের উপর দিয়ে বহু যানবাহন যাতায়াত করে । স্বাভাবিকভাবে তার সংস্কার প্রয়োজন । পূর্ত দফতরের তত্ত্বাবধানে সংস্কারের কাজ হবে । আনুমানিক চার মাস ধরে সংস্কারের কাজ চলবে । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে সেই সময়সীমা একটু বাড়তেও পারে । ভালো কাজের জন্য সকলের সহযোগিতার প্রয়োজন ।"

পড়ুন:শনি-রবিতে হাওড়ায় বাতিল বহু লোকাল ট্রেন ! চরম দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের

ABOUT THE AUTHOR

...view details