পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসক অনুপমের রংতুলিতে দুর্গা প্রতিমার চালচিত্রে আরজি করের প্রতিবাদ - Durga Puja 2024

Barasat Doctor Making Durga Idol: তিনি পেশায় একজন চিকিৎসক, স্বভাবতই হাতে স্টেথোস্কোপ নিয়ে রোগী দেখবেন ৷ কিন্তু স্টেথোস্কোপের বদলে তাঁর হাতে তুলি ৷ চিকিৎসক অনুপম ধরের হাতের ছোঁয়ায় আরজি করের 'প্রতিবাদ' ফুটে উঠছে মাতৃ প্রতিমার চালচিত্রে।

DURGA PUJA 2024
চিকিৎসক অনুপমের রংতুলিতে আরজি করের প্রতিবাদ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2024, 7:08 PM IST

Updated : Oct 3, 2024, 7:13 PM IST

বারাসত, 3 অক্টোবর: তিনি নিজে একজন চিকিৎসক। তাই, সহকর্মী আরজি করের মহিলা চিকিৎসকের নির্মম পরিণতি ব‍্যথা দিয়েছে তাঁকেও। সেকারণে নিজের হাতে তৈরি মাতৃ প্রতিমার চালচিত্রে এবার আরজি কর-কাণ্ডের 'প্রতিবাদ' ফুটিয়ে তুলছেন পেশায় চিকিৎসক ও মৃৎশিল্পী অনুপম ধর।সেই কর্মযজ্ঞ এখন চলছে জোরকদমে।

প্রতিমায় চিকিৎসকের প্রতিবাদ-

প্রতিবছরই নিজের হাতে বাড়ির দুর্গা প্রতিমা গড়ে থাকেন চিকিৎসক অনুপম। শত ব‍্যস্ততার মধ্যেও সময় বের করে পারিবারিক এই মাতৃ প্রতিমা তৈরি করতে ভোলেন না তিনি। এবছরও চিকিৎসকের হাতের ছোঁয়ায় দেবী দুর্গা ও তাঁর সন্তানরা মৃন্ময়ী রূপ পাচ্ছে ঠিকই ৷ কিন্তু, তার সঙ্গে আরজি করের নির্মম হত্যার ঘটনার 'প্রতিবাদ' ও সমানভাবে তুলে ধরছেন অনুপম। এজন্য তিনি বেছে নিয়েছেন মাতৃ প্রতিমার 'চালচিত্র' ৷ যেখানে ফুটে উঠেছে আরজি কর-কাণ্ডের বিভিন্ন সংবাদপত্রের কাটিং সম্বলিত খবর। একেই 'হাতিয়ার' করে চিকিৎসক অনুপম ধর প্রতিবাদ জানাচ্ছেন দুর্গা প্রতিমাতে ৷

দুর্গা প্রতিমার চালচিত্রে আরজি করের প্রতিবাদ (ইটিভি ভারত)

চিকিৎসক অনুপম মৃৎশিল্পীও-

একসময় পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত থাকলেও বর্তমানে অনুপম কর্মরত রয়েছেন উত্তর 24 পরগনার পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। তাঁর বাড়ি বারাসতের নবপল্লী ভদ্রবাড়ি সংলগ্ন এলাকায়। পেশায় অনুপম চিকিৎসক হলেও অনেকেই তাঁকে চেনেন মৃৎশিল্পী হিসেবে। এর নেপথ্যে রয়েছে তাঁর নিপুণতা এবং অসামান্য দক্ষতা ৷ মাটির যে কোনও জিনিস হোক কিংবা প্রতিমা, অনায়াসেই তৈরি করে ফেলেন অনুপম।

চিকিৎসক ও মৃৎশিল্পী অনুপম ধর (নিজস্ব ছবি)

একসময় এটাই ছিল তাঁর নেশা ৷ যা পরবর্তীতে প্রতিভায় পরিণত হয়েছে অনুপমের। এর উপর ভর করেই গত 9 বছর ধরে নিজের বাড়ির মাতৃ প্রতিমা তৈরি করে চলেছেন তিনি। তবে, উমার আগমনের আগে থেকেই অনুপম এই প্রতিমা গড়ার কাজে ব‍্যস্ত হয়ে পড়েন। সেই ব‍্যস্ততা অবশ্যই নিজের চিকিৎসক পেশার দায়িত্ব পালনের পর, সময় বের করে। যার অন‍্যথা হয়নি এবছরও।

এবারের স্বতন্ত্র প্রতিমা-

যদিও, এবারে অনুপমের বাড়ির মাতৃ প্রতিমায় থাকছে অভিনবত্বের ছোঁয়া। ব্যতিক্রমীও বলা ভালো ৷ যার নেপথ্যে অবশ্য রয়েছে আরজি কর-কাণ্ড! তাই, মহিলা চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া এই নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতে এবছর চিকিৎসক অনুপম এক অন্যরকম মাতৃ প্রতিমা তৈরির উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের 'সাথী' হয়েছেন অনুপমের চিকিৎসক স্ত্রী ইন্দ্রাণী-সহ পুরো পরিবার। দিন-রাত এক করে অনুপমের সঙ্গে এখন তাঁরাও ব‍্যস্ত আরজি কর-কাণ্ডের 'প্রতিবাদ'-এর চালচিত্র তৈরি করতে। সেজন্য বিভিন্ন পেপার কাটিং কেটে সেগুলো এক জায়গায় জড়ো করে তারপর মাতৃ প্রতিমার চালচিত্রে ফুটিয়ে তুলছেন অনুপম'রা।

'প্রতিবাদ' ফুটে উঠছে মাতৃ প্রতিমার চালচিত্রে (নিজস্ব ছবি)

অনুপম ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী কী বলছেন?

চিকিৎসকের অভিনব এই প্রতিবাদ মন কেড়েছে সকলের। বিশেষ করে পরিবারের লোকজন তো তাঁর এই প্রতিভার প্রশংসা করতে ভুলছেন না। এবিষয়ে অনুপম ইটিভি ভারতের মুখোমুখি হয়ে চিকিৎসক অনুপম ধর বলেন, "মা দুর্গা নারী শক্তির আরেক রূপ। আমরা দেবী দুর্গাকে নারী শক্তি রূপে পুজো করে থাকি। অথচ আরজি করে সেই নারীর সঙ্গেই যে ঘৃণ্য ঘটনা ঘটেছে ৷ পুজোর সময় মানুষ যাতে প্রতিবাদ থেকে সরে না-আসে। আমি আমার মতো করে প্রতিবাদ ফুটিয়ে তুলেছি মাতৃ প্রতিমার চালচিত্রে।"

এদিকে, অনুপমের এই কর্মকাণ্ডে পাশে দাঁড়িয়েছেন তাঁর চিকিৎসক স্ত্রী ইন্দ্রাণী ঘোষ (ধর)-সহ পরিবারের প্রায় সকল সদস্যই। ইন্দ্রাণীর কথায়, "মাতৃ প্রতিমায় চালচিত্রে 'প্রতিবাদ', এটা সত্যিই অনন্য। ও (অনুপম)-র মধ্যে যে প্রতিমা তৈরির প্রতিভা রয়েছে, তা আমি এখানে এসেই প্রথম জানতে পারি। উৎসবের সময় মানুষের মধ্যে 'প্রতিবাদ' জাগ্রত করাটা ভীষণ জরুরি। আমরা 'প্রতিবাদ' জারি রেখেছি মাতৃ প্রতিমার মধ্য দিয়ে।"

Last Updated : Oct 3, 2024, 7:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details