পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোর মরশুমে চড়া দামে বিক্রি শুরু, মধ্যবিত্তের নাগালের বাইরে বাংলাদেশের ইলিশ - High Prices of Bangladesh Hilsa - HIGH PRICES OF BANGLADESH HILSA

High Prices of Bangladesh Hilsa: অবশেষে কলকাতা-সহ রাজ্যের বাজারগুলিতে এসে পৌঁছাল পদ্মা নদীর ইলিশ ৷ তবে, সেই ইলিশে হাত দিতেও বুক কাঁপছে বাঙালি মধ্যবিত্তের ৷ হাওড়ার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে রুপোলি শস্য ৷

High Prices of Bangladesh Hilsa
পুজোর মরশুমে হাওড়ার বাজারে ঢুকল পদ্মার ইলিশ ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2024, 1:31 PM IST

Updated : Sep 27, 2024, 3:17 PM IST

হাওড়া, 27 সেপ্টেম্বর: বাংলাদেশ সরকার ভারত তথা এরাজ্যের বাজারে পদ্মা নদীর ইলিশ পাঠাবে না বলে ঘোষণা করেছিল ৷ তবে, সেই বাধা উঠে গিয়ে সম্প্রতি 3 হাজার মেট্রিক টন ইলিশ পশ্চিমবঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার ৷ সেই মতো, আজ কলকাতা, হাওড়া-সহ রাজ্যের চারটি বাজারে পদ্মার ইলিশের 'প্রথম কিস্তি' পৌঁছে গেল ৷ কিন্তু, সেই ইলিশে হাত ছোঁয়ানো দায় হয়েছে মধ্যবিত্ত বাঙালির পক্ষে ৷ বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ ৷

বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যেই রাজ্যের প্রায় সব পাইকারি বাজারে ঢুকে গিয়েছে বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ ৷ হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা-সহ শিলিগুড়ির বাজারে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের 'ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন' ৷ বৃহস্পতিবারই পেট্রাপোল সীমান্ত দিয়ে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের চারটি বাজারে পৌঁছে যায় বাংলাদেশের ইলিশ ৷ হাওড়ার মাছ বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় আসে পদ্মার রুপোলি শস্য ৷ আর শুক্রবার সকাল থেকেই খুচরো মাছ বাজারে পাওয়া যাচ্ছে সেই ইলিশ ৷

'ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন'-এর সূত্রে জানা যাচ্ছে, প্রথম ধাপে বাজারগুলিতে 8টি ট্রাকে 50 মেট্রিক টন ইলিশ ঢুকেছে ৷ সেই ইলিশ কলকাতার পাতিপুকুর, শিয়ালদা-সহ বেশ কয়েকটি বাজারে ঢুকেছে ৷ বাকি হাওড়ার খুচরো বাজার ও শিলিগুড়িতে গিয়েছে ৷ উল্লেখ্য, গতসপ্তাহে শনিবার ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক ৷ এই অনুমতির মেয়াদ আগামী 12 অক্টোবর পর্যন্ত রয়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে রফতানির অনুমোদন দেওয়া হয়েছে ৷

এই বিষয়ে 'ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, "এই বছরে মাত্র চব্বিশশো কুড়ি মেট্রিক টন মাছ আসবে ৷ যদিও, এখন মাছের দাম বেশি ৷ প্রতি কেজি 1600-1700 টাকা মাছের দাম রয়েছে ৷ যদিও, 800 গ্রাম থেকে শুরু করে এক কেজি ওজনের মাছ আছে ৷ আজকে বিক্রি শুরু হল ৷ আজ শুক্রবার মাছ আসবে না ৷ আবার শনিবার মাছ আসবে ৷ এরপর মাছের দাম কমতে পারে ৷"

উলটোডাঙা থেকে আসা খুচরো মাছ বিক্রেতা সুকুমার মল্লিক বলেন, "এই বছর মাছের যা দাম, তা সাধারণ মানুষের নাগালের বাইরে ৷ যাঁদের পয়সা আছে, তাঁরাই কিনতে পারবেন ৷ দাম 1500 টাকার মধ্যে হলে আমরা 1600 টাকাতে বিক্রি করতাম ৷ এখানেই দাম 1600-1700 টাকা ৷ যাঁদের আয় কম, তাঁরা কিনতে পারবেন না ৷"

Last Updated : Sep 27, 2024, 3:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details