কলকাতা, 2 এপ্রিল: আগামী 7 এপ্রিল বালুরঘাটের সভা বাতিল করে ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সে দিন প্রধানমন্ত্রী ঝড়ে দুর্গতদের সঙ্গে কথা বলতে পারেন বলে সূত্রের খবর ।
19 এপ্রিল দেশ তথা রাজ্যে প্রথম পর্বের লোকসভা নির্বাচন হতে চলেছে । প্রথম পর্বে বাংলায় নির্বাচন হবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে । আর নির্বাচনের মুখেই গত রবিবারের বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একাধিক জায়গা । তাই আগামী চার এপ্রিল কোচবিহারে প্রথম পর্বের নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সে দিন তাঁর সভা কোচবিহারে ।
এরপর আবারও তিনি 7 এপ্রিল অর্থাৎ আগামী রবিবার রাজ্যে আসছেন ৷ তবে এ বার তিনি যাবেন জলপাইগুড়িতে । সেখানে রবিবারের ঝড়ে পাঁচজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এবং দেড়শোরও বেশি মানুষ আহত হয়েছেন ৷ মানচিত্র থেকে প্রায় মুছে গিয়েছে বেশ কিছু এলাকা । দলীয় সূত্রে জানা গিয়েছিল যে, আগামী রবিবার দ্বিতীয় পর্বে বালুরঘাটের নির্বাচনের জন্য প্রথমে সেখানে যাবেন প্রধানমন্ত্রী ৷ তারপর তিনি যাবেন জলপাইগুড়িতে । সেখানে গিয়ে প্রচার সমাবেশ করবেন তিনি । সেই সভা থেকেই ওই জেলা এবং আলিপুরদুয়ারের উদ্দেশে বার্তা দেওয়ার কথা ছিল মোদির ৷ তবে এরই মধ্যে বাধ সাধল চার মিনিটের বিধ্বংসী ঝড় ।
জানা গিয়েছে যে, উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে কিছুটা রদবদল হচ্ছে । 7 এপ্রিল তিনি সোজা বিকেল 4.30 নাগাদ জলপাইগুড়ি যাবেন । সেখানে আহতদের দেখাও করতে পারেন মোদি । পরে তিনি এ ব্যাপারে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকও করতে পারেন । অর্থাৎ বালুরঘাটে যে সভা হওয়ার কথা ছিল, সেটি আপাতত বাতিল হয়েছে বলেই জানা যাচ্ছে । তবে বালুরঘাটের সভা আদেও পরে বা আগে হবে কি না, কিংবা হলেও কবে হবে, সেই বিষয়টি দলীয় সূত্রে এখনও জানানো হয়নি ।
আরও পড়ুন:
- আবাসে বরাদ্দ কেন্দ্র না আটকালে হয়তো..., ঝড়ে ক্ষতির দায় বিজেপির ঘাড়ে চাপালেন অভিষেক
- জলপাইগুড়ির মৃত্যুতে মর্মাহত মোদি, বিজেপি নেতৃত্বকে মাঠে নামার নির্দেশ
- রাজমাতা অমৃতাকে ফোন প্রধানমন্ত্রীর, ইডি'র বাজেয়াপ্ত 3 হাজার কোটি বাংলার গরিবদের ফেরানোর প্রতিশ্রুতি