পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কী রয়েছে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী ‘নির্ভয়া দিদি’র সম্পত্তির হিসেবনিকেশে ? - Sreerupa Mitra Chuadhury - SREERUPA MITRA CHUADHURY

Sreerupa Mitra Chuadhury: মালদা দক্ষিণ লোকসভা আসনে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ মনোনয়নের সঙ্গে তিনি যে হলফনামা পেশ করেছেন, সেখানে রয়েছে তাঁর সঞ্চয়-সম্পত্তির হিসেবনিকেশ ৷ কী রয়েছে সেখানে, খতিয়ে দেখল ইটিভি ভারত ৷

Sreerupa Mitra Chuadhury
Sreerupa Mitra Chuadhury

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 5:17 PM IST

মালদা, 24 এপ্রিল: ঊনিশের নির্বাচনে অল্পের জন্য জয় অধরা থেকে গিয়েছিল ৷ একুশের নির্বাচনে অবশ্য তিনি জয় পেয়েছিলেন ৷ ইংরেজবাজার কেন্দ্রে উড়িয়ে দিয়েছিলেন তৃণমূলের বাঘা প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে ৷ সেই শ্রীরূপা মিত্র চৌধুরীকে এবার মালদা দক্ষিণ লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি ৷ এবার কি তিনি পারবেন সাংসদ হওয়ার সুপ্ত বাসনা পূরণ করতে ?

কাজটা কিন্তু খুব সহজ নয় ৷ কারণ, তাঁর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হয়েছেন সেই আবু হাসেম খান চৌধুরীর ছেলে ইশা খান চৌধুরী ৷ রয়েছেন তৃণমূলের ‘টগবগে’ তরুণ প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানও ৷ যদিও বছর দশেক ধরে রাজনীতির আঙিনায় রয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ তার আগে তাঁকে সমাজকর্মী হিসাবেই চিনত এই জেলার মানুষ ৷ দিল্লির গণধর্ষণ কাণ্ডের পর তিনি এই জেলার কোনায় কোনায় গিয়ে মেয়েদের সামনের দিকে এগোতে উদ্বুদ্ধ করেছেন ৷ ‘লোলুপ’ পুরুষের দৃষ্টি থেকে কিভাবে নিজেকে বাঁচাতে হবে, তার পরামর্শ দিয়েছেন ৷ সেই থেকে তিনি ‘নির্ভয়া দিদি’ নামেই পরিচিত এই জেলায় ৷

এবার লোকসভা নির্বাচনের মনোনয়নের সঙ্গে হলফনামায় শ্রীরূপা নিজের সম্পত্তির যে খতিয়ান জমা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে

বার্ষিক আয়:

শ্রীরূপা মিত্র চৌধুরী - 2 লাখ 67 হাজার টাকা (2018-19 অর্থবর্ষ), 2 লাখ 48 হাজার টাকা (2022-23 অর্থবর্ষ)৷ 2020-21 এবং 2021-22 সালে তাঁর কোনও আয় নেই ৷

আর কে মিত্র (স্বামী) - 10 লাখ 49 হাজার 193 টাকা (2018-19 অর্থবর্ষ), 23 লাখ 2 হাজার 780 টাকা (2022-23 অর্থবর্ষ) ৷

অস্থাবর সম্পত্তি:

হাতে নগদ -

শ্রীরূপা মিত্র চৌধুরী - 20 হাজার টাকা৷ আর কে মিত্র (স্বামী) - 15 হাজার টাকা ৷

ব্যাংক অ্যাকাউন্টে জমা -

শ্রীরূপা মিত্র চৌধুরী - 780 টাকা ৷ আর কে মিত্র (স্বামী) - 19 লাখ 22 হাজার 623 টাকা 84 পয়সা ৷

মিউচুয়াল ফান্ড - শ্রীরূপা মিত্র চৌধুরীর কোনও বিনিয়োগ নেই ৷ আর কে মিত্র (স্বামী) কিনেছেন 1 লাখ 85 হাজার 6 টাকা 1 পয়সার ফান্ড ৷

গাড়ি - শ্রীরূপার নিজস্ব কোনও গাড়ি না থাকলেও তাঁর স্বামীর একটি চারচাকার গাড়ি রয়েছে ৷ 2019 সালে 6 লাখ 52 হাজার টাকায় গাড়িটি কিনেছিলেন তিনি ৷

সোনার গয়না - শ্রীরূপার কাছে 200 গ্রামের স্বর্ণালঙ্কার রয়েছে ৷ যার বাজারমূল্য 15 লাখ টাকা ৷

মামলা - ইংরেজবাজার, নিউ জলপাইগুড়ি ও রবীন্দ্র সরোবর থানায় শ্রীরূপার নামে তিনটি মামলাও রয়েছে ৷

ঋণ - শ্রীরূপার নামে কোনও ঋণ নেই ৷ স্বামীর নামে 11 লাখ 25 হাজার 837 টাকার ঋণ রয়েছে ৷

মালদা দক্ষিণ কেন্দ্রে এবার ভোটের লড়াই ত্রিমুখী বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এই পরিস্থিতিতে ঊনিশে ফসকে যাওয়া মালদা দক্ষিণ এবার তাঁর হাতে ধরা দেয় কি না, তা জানতে এলাকার মানুষজনের সঙ্গে মুখিয়ে রয়েছেন শ্রীরূপাও ৷

আরও পড়ুন:

  1. পাঁচ বছরে অধীর চৌধুরীর সম্পত্তি বাড়ল নাকি কমল, কী বলছে হলফনামা ?
  2. সঞ্চয়-সম্পত্তিতে স্ত্রীর থেকে অনেক পিছিয়ে মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী
  3. পৃথক রাজ্য নয়, পাহাড়ে চাই বিকল্প রাজনীতি; ইটিভি ভারতে অকপট বাম-কংগ্রেস জোট প্রার্থী

ABOUT THE AUTHOR

...view details