কলকাতা, 29 মে: এবার সব দিক থেকেই কলকাতা উত্তরে ভোটের লড়াই জমজমাট । তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোটের ময়দানে লড়াই দিতে প্রস্তুত তাঁর একদা সঙ্গী বিজেপির তাপস রায় । দুই যুযুধান পক্ষের মাঝে নিজের অস্তিত্ব জানান দিতে প্রস্তুত বাম-কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যও । এই তিন পক্ষের সম্পত্তির হলফনামায় অনেকটা এমনই লড়াই । তিন প্রার্থীই কোটিপতি। তিন পক্বকেশ নেতার লড়াই ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
উত্তরের 'উত্তর' কি সুদীপ ? নাকি রায় তাপসের পক্ষে; স্বচ্ছ ভাবমূর্তি পুঁজি প্রদীপের
কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য কোনও দিক থেকেই পিছিয়ে নেই । নির্বাচন কমিশনের কাছে জমা করা হলফনামা অনুসারে,
প্রদীপ ভট্টাচার্যের অস্থাবর সম্পত্তির পরিমাণ :
এই অধ্যাপক-রাজনীতিকের হাতে নগদ রয়েছে 98 হাজার 500 টাকা ৷ তাঁর স্ত্রীর হাতে নগদের পরিমাণ 72 হাজার 500 টাকা।